এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা দেবেন ট্রাম্প!

ঠিকানা অনলাইন : ৩ নভেম্বর মঙ্গলবারের মার্কিন নির্বাচনে ‘এগিয়ে থাকার’ আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন ঘিরে তার এমন মন্তব্য জনমনে শঙ্কা জাগিয়েছে।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ট্রাম্প বলেছেন, মঙ্গলবার রাতে এগিয়ে থাকার আভাস পেলে আনুষ্ঠানিক ফল জানানোর আগেই নিজেকে বিজয়ী ঘোষণা দেবেন। ট্রাম্পের এমন মন্তব্য হতাশ করেছে নির্বাচনী বিশ্লেষকদেরও।

প্রতিবেদনে অনুযায়ী, এবার ডাকযোগেসহ বিপুল আগাম ভোট পড়ায় বেশ কটি রাজ্য ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরেরও পরে। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে তাই কয়েক দিন লেগে যেতে পারে।

কিন্তু ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে। সেটা বৈধ করারও পাঁয়তারা করছেন।

১ নভেম্বর রোববার ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলারও গণমাধ্যমকে বলেছেন, ভোটের পর ফল পাল্টে যাওয়ার আভাস পেলে বুঝতে হবে ডেমোক্র্যাটরা নির্বাচনের ফল ‘চুরি’ করেছে।

যদিও অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে। এমনকি ২০০৮ সালের পর কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে এতটা শক্তিশালী দেখায়নি। কিন্তু সমীক্ষাকে ‘ভুয়া’ বলে ট্রাম্প হুংকার দিয়ে চলেছেন। প্রেসিডেন্টের এমন মনোভাব ভোট-পরবর্তী সহিংসতার দুশ্চিন্তা জাগাচ্ছে অনেকের মনে। মার্কিনদের শঙ্কা হলো, ভোটে পরাজিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেননি।

ঠিকানা/এনআই