এটর্নী মঈন চৌধুরী পুন:নির্বাচিত

ঠিকানা রিপোর্ট: এটর্নী মঈন চৌধুরী ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর ডেমক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কনভেনশনে প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে পুন:নির্বাচিত হন। ২০১৬ সালে প্রথম এই পদে নির্বাচিত হন। দুর্ঘটনা মামলা ও অভিবাসন বিষয়ে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী প্রথম বাংলাদেশি ও দক্ষিণ এশীয়-আমেরিকান, যিনি ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এটর্নী মঈন চৌধুরী বলেন, বর্তমান ট্রাম্প শাসনামলের এই সময়ে তাঁর ওপর ডেমক্রেটিক পার্টির গুরুদায়িত্ব অর্পণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন কংগ্রেসনাল আসনে ডেমক্র্যাট প্রার্থীদের জয়ী করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।