ঠিকানা রিপোর্ট : এনওয়াইপিডি ট্রফিক বিপুল ভোটে সৈয়দ রহিম প্রেসিডেন্ট নির্বাচিত ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে সৈয়দ রহিম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিডব্লিউএ লোকাল ১১৮২ ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট ১ ও ২ এর নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে মোট ১২৮৬ টি ভোট পড়েছে। তারমধ্যে গ্রহণযোগ্য ভোটের সংখ্যা ছিল ১২৩৫টি।
মোট ভোটের মধ্যে সৈয়দ রহিমদ ৭৫৬টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সকুনবি ওলিফেমি পেয়েছেন ৩৪৭টি ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ২ প্রার্থীর মধ্যে কেউই ৫০শতাংশ ভোট না পাওয়ায় তাদের মধ্যে রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই অবস্থা সেক্রেটারি এবং ট্রেজারার ক্ষেত্রেও।
উল্লেখ্য যে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) একটি অপরিহার্য অংশ ট্রাফিক বিভাগ। এই বিভাগের প্রায় তিন হাজার সদস্যকে প্রতিনিধিত্ব করে সিডব্লিউএ লোকাল ১১৮২। এই সিডব্লিউএ লোকাল ১১৮২ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় ৮ আগস্ট সোমবার থেকে, যা চলে
২৮ আগস্ট রোববার পর্যন্ত। ২৯ আগস্ট সোমবার ভোট গণনা হয়।
টিম ইউনিফাই প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ রহিম প্রথম নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট পদে ২০১১ সালে। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৫ ও ২০১৮ সালে।তিন বছরের এই মেয়াদে তিনি এবার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।
হোম নিউইয়র্ক পরিক্রমা এনওয়াইপিডি ট্রাফিক ইউনিয়ন নির্বাচন : বিপুল ভোটে সৈয়দ রহিম প্রেসিডেন্ট নির্বাচিত