এবারও ডুববে চট্টগ্রাম

চট্টগ্রাম : উঁচু-নিচু, পাহাড়-টিলাময় ও অসমতল মহানগরী চট্টগ্রাম। বৃষ্টিপাত ও জোয়ারের পানি নিষ্কাশনের মূল পথ এখানকার ৩৬টি খাল-ছরা। দীর্ঘদিন যাবৎ নির্বিচারে বেদখল, ভরাট ও দূষণের কারণে বন্দরনগরীর প্রাণপ্রবাহ খাল-ছরাগুলো পানি নিষ্কাশনে অনেকাংশেই অক্ষম। নগরীর বিশাল অংশজুড়ে প্রতি বছর পানিবদ্ধতার প্রধান কারণ ৩৬টি মূল খাল-ছরা ও এর সঙ্গে যুক্ত নালা-নন্দমাগুলোর বেহালদশা। খাল পুনঃখনন, সংস্কারসহ বন্দরনগরীর পানিবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে বড়সড় প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাথে চট্টগ্রাম মহানগরীর নাগরিক সেবা প্রদানকারী সংস্থা ও বিভাগগুলোর মধ্যকার সমন্বয়ের অভাবে তার বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। সিডিএর উদ্যোগে ‘চট্টগ্রাম শহরের পানিবদ্ধতা নিয়ন্ত্রণকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক একটি মেগা প্রকল্প বিগত ৯ আগস্ট’১৭ইং একনেকে অনুমোদিত হয়। এতে সরকারি অর্থায়নে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাস্তবায়ন কাজে হাত দিতেই এখন সিডিএ বলছে মেগা প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে না। বরাদ্দও বেড়ে যাবে। এরফলে ঝুলে গেছে সিডিএর মেগা প্রকল্পটি। পানিবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীর পরিত্রাণের কোনো সুখবর এ বছরও নেই।