আগের দুই কিস্তি রেস ও রেস টুর অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে রেস থ্রি নিয়ে এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন সালমান খান। সে কারণে চলতি বছরের আলোচিত ও অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। গত ২৪ মে তেমনই আরেকটি চমক উপহার দিলেন সালমান খান। এবার তিনি গীতিকার হলেন। তার লেখা গান সেলফিশ প্রকাশ করলেন ভাইজান। এখানেই শেষ নয়। এই গানের হাত ধরেই বিনোদন অঙ্গনে পা রাখলেন ইউলিয়া ভান্তুর। গানটিতে তার সঙ্গে গলা মিলিয়েছেন আতিফ আসলাম। জানা গেছে, ছবির টিমের সঙ্গে ব্রেনস্টমিং সেশনে হঠাৎ করেই এই গানটি তৈরি হয়। একটুকরো কাগজে গানের কথা লেখেন সালমান। গানটির সঙ্গীত পরিচালক বিশাল মিশ্র। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী সালমান। তার লেখা প্রথম গানটি করে ভালো লেগেছে।
- বিজ্ঞাপন -