ঠিকানা অনলাইন : এবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর শনিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান। তিনি জানান, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ-পদবি থেকে সাবেক এই সংসদ সদস্যকে অব্যাহতি দিয়েছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রেসিডিয়াম সভার সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান। ওই ঘটনায় দলটির পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সেই আলোচনা চলমান থাকতেই জিয়াউল হক মৃধাকেও দল থেকে অব্যাহতি দিলেন জি এম কাদের।
ঠিকানা/এনআই