এবার বাইক চালাবেন সৌদি নারীরা

বিশ্বচরাচর ডেস্ক : মাস তিনেক আগে সৌদি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। দেশটির নারীরা ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতিও পেয়েছেন। রক্ষণশীল সৌদিকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন যুবরাজ সালমান। আগামী জুন থেকে গাড়ি চালানোর পুরো অনুমোদন পাচ্ছেন সৌদি নারীরা। বোরকার ঘোমটা খুলে গাড়ির ব্রেকে পা দিয়েছেন আগেই। এবার দুই পা ছড়িয়ে মোটরসাইকেল চালানোর পালা। শুরুটা সৌদি নারী মরিয়ম আহমেদ আল-মোয়ালিমের হাত ধরে। তিনিই প্রথম সৌদি বাইকার। মাথায় হেলমেট, আঁটসাঁট জিন্স, কালো জ্যাকেট ও কালো বুট পরা এ নারী বাইরাইন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার মতো অনেক আধুনিক সৌদি নারী বাইক চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের একজন জর্ডান বংশোদ্ভূত লি তিনায়ি। ৩১ বছর বয়সী এ সৌদি নারী রিয়াদের বাইকারস স্কিলস ইনস্টিটিউটের সদস্য। সেখান থেকেই মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কালো বোরকার আড়ালে আবদ্ধ থাকা সৌদি নারীদের জন্য এখন একটাই শব্দ ‘স্বাধীনতা’।