ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েও ডেমোক্র্যাটিক পার্টিকে স্বীকৃতি দিতে দেরি করায় মামলা করার চিন্তাভাবনা করছে জো বাইডেনের অন্তর্বর্তী দল।
স্থানীয় সময় ১১ নভেম্বর বুধবার ফেডারেল সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) বিরুদ্ধে মামলা করা হতে পারে বলে জানান অন্তর্বর্তী দলের এক কর্মকর্তা।
প্রেসিডেন্ট নির্বাচনে কোন দল জয়ী হচ্ছে, তা পরিষ্কার হলে জিএসএ সেই জয়ী দলকে স্বীকৃতি দিয়ে থাকে। এরপর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
৭ নভেম্বর শনিবার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বাইডেনকে জয়ী ঘোষণা করে। তা সত্ত্বেও জয়ী দল হিসেবে ডেমোক্র্যাটিক পার্টিকে এখনো স্বীকৃতি দেয়নি জিএসএ।
বিজয়ী দলকে কত দিনের মধ্যে জিএসএ স্বীকৃতি দেবে, এ বিষয়ে দেশটির আইনে পরিষ্কার কোনো নির্দেশনা নেই। তবে বাইডেনের অন্তর্বর্তী দলের কর্মকর্তারা জানান, নির্বাচনে তাদের বিজয় স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিলেও এ বিষয়ে দেরি সমর্থনযোগ্য নয়।
ট্রাম্প এখনো পরাজয় স্বীকার না করে ব্যাপক হারে ভোট কারচুপির অভিযোগে একের পর এক মামলা করছেন। ৯ নভেম্বর সোমবার তার দলের জ্যেষ্ঠ নেতারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
অন্তর্বর্তী দলের এক কর্মকর্তা বলেন, জিএসএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবশ্যই একটি সম্ভাবনা। এ ছাড়া বিকল্প পদক্ষেপও বিবেচনা করছি আমরা। তিনি জানান, বেতন, পরামর্শক, ভ্রমণসহ শ্রেণিকৃত তথ্য পাওয়ার অধিকারের জন্য তহবিলের প্রয়োজন পড়ে অন্তর্বর্তী দলের। এই তহবিলের জন্য জিএসএর স্বীকৃতির দরকার। তিনি একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দফতর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির।
ঠিকানা/এনআই