ঠিকানা অনলাইন : মেক্সিকোর জার্সিতে লাথি মেরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। মেসিকে দেখে নেয়ার হুমকিও দিয়েছেন তিনি। তবে মেসিকে শাসিয়ে বিপদেই পড়েছেন আলভারেজ। তার পক্ষ নিচ্ছে না কেউই। সাবেক-বর্তমানরা আলভারেজের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন। মার্কিন বক্সার মাইক টাইসন তো রিংয়ে ফেরার হুমকি দিয়ে রেখেছেন। এবার মেসির হয়ে আলভারেজকে এক হাত নিলেন মেক্সিকো ফুটবল দলের অধিনায়ক আন্দ্রেস গার্দাদো।
সংবাদমাধ্যমকে গার্দাদো বলেন, ‘সবার প্রতি লিওনেল মেসির সম্মানবোধ সম্পর্কে জানি আমরা। কানেলো (আলভারেজ) জানেন না ড্রেসিংরুমের পরিবেশ আসলে কেমন হয়। মেসিকে সে আজেবাজে কথা বলেছে।’
গত ২৬শে নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।
ম্যাচের পর ড্রেসিংরুমে মেসির পায়ে মেক্সিকোর জার্সি লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘আপনারা কি দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? মেসি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে আমার সামনে না পড়ে।’
ঠিকানা/এসআর