এবার শীত কম অনুভূত হতে পারে

ঠিকানা রিপোর্ট : এই শীতে আবহাওয়া কত খারাপ হবে? আবহাওয়াবিদরা বলছেন ‘আল নিনো’ বা প্রশান্ত মহাসাগরীর অঞ্চলে উষ্ণ আবহাওয়ার জন্য অধিকাংশ দেশ এবার উষ্ণ আবহাওয়া অনুভব করবে। আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করার ক্লাইমেট প্রেডিকশন সেন্টার থেকে বলা হয়, এ বছর আবহাওয়া স্বাভাবিকের চাইতে উষ্ণ থাকবে। সেন্ট্রাল প্যাসিফিক মহাসাগরে অস্বাভাবিক উষ্ণ পানির কারণে ‘আল নিনো’ ডেভেলপ করছে। ‘লা নিনা’ ‘আল নিনো’ ল্যাটিন শব্দ। আর তা আমেরিকা ও সারা বিশ্বে আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে।
উত্তর ও পশ্চিম আমেরিকার সর্বত্র স্বাভাবিকের চেয়ে উষ্ণ আবহাওয়ার ধারণা করা হয়। আলাস্কারও উষ্ণ আবহাওয়া পরিলক্ষিত। প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে উত্তর সমতল ভূমি পর্যন্ত এই উষ্ণ আবহাওয়া দেখা যাবে বলে, প্রেডিকশন সেন্টারের ডেপুটি পরিচালক মাইক হেলপার্ট উল্লেখ করে বলে বিবৃতিতে বলা হয়। হেলপার্ট বলেন, আমেরিকার কোন অঞ্চলে স্বাভাবিক এর চাইতে কম উষ্ণতা দেখ যাবে না। তবে দক্ষিণ-পূর্ব, মধ্য আটলান্টিক ও ওহাইও উপত্যকায় গড়ে উষ্ণতার কম না বেশি শীত অনুভূব হবে তার কোন পরিষ্কার সিগন্যাল নেই। যদিও আল নিনো এখনও সৃষ্টি হয়নি, তবে তা সৃষ্টি হবে বলে ৭০ থেকে ৭৫ ভাগ সম্ভাবনা রয়েছে। হেলপার্ট বলেন, ‘গ্রীষ্ম অবসান থেকে শীতের প্রথমার্ধ পর্যন্ত এই ‘আল নিনো’ সৃষ্টি হবে। আল নিনো হবে অনেকটা মৃদু তথাপি তা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের সর্বত্র উষ্ণতা ও উত্তরাংশে শুষ্ক আবহাওয়া সৃষ্টি করবে। পুরো প্রাকৃতিক জলবায়ু সাইকেলকে সরকারিভাবে আল নিনো বলা হয়। দক্ষিণাঞ্চলের দোদুল্যমান আবহাওয়া যা উষ্ণ ও শীতল সার পানির জন্ম দেয় প্যাসিফিকে। শীতকালীন জলবায়ু সম্পর্কে ফেলে কাস্টের সময় এই সাইকেলকে প্রাইমারি ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। যদি ভবিষ্যদ্বাণী সত্য যে, তবে তা ২০১৫-১৬ সালের সত উষ্ণ শীতকাল সৃষ্টি করবে।
শীত ঘনীভূত হতে পারে বলে স্বাভাবিকের চাইতে ভিজা শীতকালীন প্রভাব সমগ্র দক্ষিণাংশ থেকে পূর্ব কোস্ট হয়ে মধ্য আটলান্টিক পর্যন্ত বিস্তৃত হবে। উত্তর ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়া পর্যন্ত এলাকায় গড় এর চাইতে অধিক প্রেসিপিটেশন হবে এই শীতে।
অস্বাভাবিক শুষ্ক শীত থাকবে উত্তর দক্ষিণ, উত্তর সমতল ভূমি এবং গ্রেটলেইক অঞ্চলে।
হেলপার্ট হুঁশিয়ার করে দেন যে, যদিও গড় শীতের চাইতে উষ্ণ হবে এ শীত, শীতল জলবায়ু ও ¯েœাফল হতে পারে এ সময়। এই শীতের ফোরকাস্টে এটা বলা হয়নি যে, কর্ড প্রেসিপিটেশন বৃষ্টি হয়ে নামবে। বা ¯েœা ওয়াক হয়ে ঝরবে। তা শুধু অর্ধেকভাবে অনুভূত হবে। ¯েœা ফোরকাস্ট শক্তিশালী ও ট্রেক অব উইনবীর স্টর্ম এর ওপর নির্ভরশীল। সেন্টার থেকে বলা হয়, তা এক সপ্তাহের বেশি আগে বলা যায় না।
অন্যান্য জলবায়ু নিয়ে ফোরকাস্ট এতে অন্তর্ভুক্ত নয়।