এবার সন্তানের অভিভাবকেরা পাচ্ছেন বিশেষ প্রণোদনা

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে সন্তানের অভিভাবকদের বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। যেসব অভিভাবক অর্থাৎ বাবা-মা ২০২১ সালে ট্যাক্স ফাইল করেছেন এবং ওই সময়ে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়েছেন, তাদের জন্য এবার স্টেট থেকে স্টিমুলাস দেওয়া হচ্ছে। এর পরিমাণ কত হবে, তা নির্ধারণ করবে স্টেট। ট্যাক্স ফাইলের তথ্য অনুযায়ী এটি নির্ধারিত হবে। ইতিমধ্যে অনেকেই প্রণোদনার চেক পেতে শুরু করেছেন। ৩১ অক্টোবরের মধ্যে বাকি চেকও আসবে। ৩১ অক্টোবরের মধ্যে কেউ চেক না পেলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সূত্র জানায়, সাধারণত যারা ২০২১ সালের ট্যাক্স ফাইল করে ফেলেছেন, তারাই এই প্রণোদনা পাবেন। কিন্তু যারা এখনো ২০২১ সালের ট্যাক্স ফাইল করেননি, তারা আর্নড ইনকাম ক্রেডিট/চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্য হলেও এটি ট্যাক্স ফাইল করার আগে পাবেন না। এ ছাড়া নির্ধারিত সময়ে ফাইল না করার জন্য যেমন জরিমানা দিতে হবে, সেই সঙ্গে ট্যাক্স বকেয়া থাকলে সেই বকেয়া অর্থের ওপরও জরিমানা দিতে হবে।
সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটে অনেকেই প্রণোদনার চেক পেতে শুরু করেছেন। যারা ট্যাক্স ফাইল করার পর ঠিকানা পরিবর্তন করেছেন, তারা আইআরএসের অনলাইন অ্যাকাউন্টে গিয়ে নির্দেশনা অনুযায়ী ঠিকানা আপডেট করতে পারবেন। বিশেষজ্ঞরা সব সময় বলে থাকেন, কেউ ঠিকানা পরিবর্তন করলে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগকে তা অবহিত করতে হবে। বিশেষ করে, সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট, আইআরএসসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে জানাতে হবে।
স্টেটের প্রণোদনা পাওয়ার উপযুক্ত কি না তা জানতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার ২০২১ সালের ট্যাক্স ফাইল দেখতে হবে। সেখানে উল্লেখ রয়েছে তিনি আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট কিংবা চাইল্ড ট্যাক্স পেয়েছেন কি না, পেলে কত পেয়েছেন। যারা এটি পেয়েছেন, তারাই এই প্রণোদনা পাবেন।