
ঠিকানা রিপোর্ট: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠানটি জ্যাকসন হাইটসের বেলাজিনো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরি কমিটি এবং অভিষেক কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এবং অভিষেক কমিটির আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রাদেশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রেসক্লাবের কার্যকরি কমিটির সহ সভাপতি আকবর হায়দার কিরন, সদস্য ফারহানা চৌধুরী, নিহার সিদ্দিকী প্রমুখ।