গাইবান্ধা : এমপি লিটন হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারিতে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আততায়ীর গুলিতে নিহত হন। উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহবাজ মাস্টারপাড়ায় নিজ বাসভবনের সামনে এ হত্যাকা- ঘটে। গত ৩১ ডিসেম্বর এমপি লিটনের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে তার নিজ বাসভবনে দোয়া মাহফিল এবং একই স্থানে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
লিটন হত্যাকা-ের ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী পরদিন বাদী হয়ে অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রহস্য উদঘাটনে প্রথমে হিমশিম খাচ্ছিল। পরে একটি ছিনতাইয়ের ঘটনায় ফেলে যাওয়া একটি ম্যাগাজিনে থাকা গুলির সূত্র ধরে লিটন হত্যার ক্লু মেলে। এতেই মামলার জট খুলে যায়। দীর্ঘ ২৮ দিন পর পুলিশ খুনের পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত এবং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। খুনের পরিকল্পনাকারী ছিলেন ওই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল
(অব.) ডা. আবদুল কাদের খান। তার ব্যবহƒত একটি পিস্তল ব্যবহার করা হয় এমপি লিটন হত্যাকা-ে। সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের খাঁপাড়ায় কাদের খানের বাড়ির উঠোনের গাছের নিচে খুঁড়ে ওই পিস্তলটি উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ পুলিশ ওই ঘটনায় বাদী হয়ে কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। গত বছরের ৩০ এপ্রিল আলোচিত এমপি লিটন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার সাবেক ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান। চার্জশিটে ডা. কাদের খানসহ ৮ আসামির নাম উল্লেখ করা হয়। অন্য আসামিরা হচ্ছেÑ কাদের খানের পিএস শামসুজ্জোহা সরকার, ড্রাইভার আবদুল হান্নান, রাশেদুল ইসলাম মেহেদি, শাহিন মিয়া, আনোয়ারুল ইসলাম রানা, সুবল চন্দ্র রায় ও চন্দন কুমার রায়। তাদের মধ্যে শুধু চন্দন কুমার রায় পলাতক রয়েছে।
ওই ঘটনায় অস্ত্র আইনে দায়ের অপর মামলাটি বর্তমানে জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় ইতোমধ্যে ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
অপর দিকে হত্যা মামলাটি চিফ জুডিশিয়াল আদালতে এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। ৮ জানুয়ারি মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জানান। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে জেলা জজ আদালতে এ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে।