এমপি সেলিম উদ্দিনের মতবিনিময় সভা

নিউইয়র্ক : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিনের এক মতবিনিময় সভা গত ২৯ সেপ্টেম্বর, শনিবার, ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভার আয়োজন করে কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটি এবং জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক। সভপতিত্ব করেন সভাপতি কানাইঘাট সোসাইটির নাসিরুল হক।
ইফজাল চৌধুরী ও জাকারিয়া মাহমুদের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা কামিল। বক্তব্য রাখেন মাওলানা আবিদুর রহমান (সভাপতি, জকিগঞ্জ সোসাইটি), বদর উদ্দিন আহমদ, আবদুর রহিম, নজরুল ইসলাম, আব্দুল খালিক (লালু), আব্দুর রহমান (জাতীয় পার্টি), মর্তুজা আলী, বিলাল চৌধুরী, ফখরুল ইসলাম দেলওয়ার, এমএইচ মতিন, মাহবুবুর জুয়েল, আব্দুস শহীদ, এডভোকেট নাসির, ছদরুনূর, শেখ হায়দার আলী, এএফ মেসবাহউজ্জামান।

উপস্থিত ছিলেন ইব্রাহীম আলী, সিরাজুল হক, কামরুজ্জামান আনোয়ার, আব্দুল গফ্ফার শাহীন, নুরুল তালুকদার, নাজমুন এ শেলী প্রমুখ। উভয় সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন, আমি জকিগঞ্জ-কানাইঘাটবাসীর হৃদয়ে সারাজীবন থাকতে চাই। আমার উন্নয়ন সব দল এবং জকিগঞ্জ-কানাইঘাটের সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। এই উন্নয়ন আমি একা ক্রেডিট না নিয়ে সবাইকে উৎসর্গ করলাম। গত ৫ বছর এমপি থাকাবস্থায় সবাইকে সাহায্য করার চেষ্টা করছি। কোনদিন এমপির শক্তিকে কাজে লাগিয়ে কাউকে কোনো হয়রানি করার বিন্দুমাত্র রেকর্ড নাই।