এমিলি ডিকিনসন

(একাই একমাত্র হার মানায় এমনকি আমার নির্জনতাকেও-এমিলি ডিকিনসন)

দলিলুর রহমান :

তবু তার জীবন মৃত্যুহীন
নির্বাসিত নিজের ঘরেই
নির্জন একাকী
কী মোহে শুনে যান পাখিদের গান
প্রেম-নৈসর্গ তার পাশে বাস করে প্রতিদিন
বন্ধনÑনা তার নয় কিছুতেই
মৃত্যুহীনতার নিশ্চয়তা তিনি গড়েছেন নিজেই
বিচ্ছিন্নতায় আচ্ছন্ন মোড়কের ভেতর
কেটেছেন হিরণ্য সুতা
বেঁধেছেন সৌন্দর্যের মন
১৮৩০ থেকে পৃথিবীর বাকি জীবন।