ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এমি অ্যাওয়ার্ড জিতেছেন। নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কসে’ কাজের জন্য সেরা কথক বিভাগে এ পুরস্কার পেয়েছেন ওবামা। দেশটির টেলিভিশন একাডেমি এক টুইটার পোস্টে জানিয়েছে, ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট তাঁর অসাধারণ বর্ণনার জন্য এমি বিজয়ী হয়েছেন।
ওবামা ও মিশেল ওবামার প্রযোজনা সংস্থা ‘হায়ার গ্রাউন্ড’-এর নির্মাণ করা পাঁচ ভাগের এ শোতে বিশ্বের জাতীয় উদ্যানগুলোকে সংযুক্ত করা হয়েছে। এমি পুরস্কার জেতা মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ওবামা হলেন দ্বিতীয়। এর আগে ডোয়াইট ডি. আইজেন হাওয়ার ১৯৫৬ সালে এ পুরস্কার জেতেন।
ওবামা এর আগে তাঁর দুটি স্মৃতিকথা ‘দ্য অডেসিটি অব হোপ’ ও ‘এ প্রমিজড ল্যান্ড’-এর অডিওবুক পড়ার জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। মিশেল ওবামা ২০২০ সালে তাঁর অডিওবুক পড়ার জন্য তাঁর নিজের গ্র্যামি জিতেছিলেন। দ্য গার্ডিয়ান।
ঠিকানা/এম