স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে মহা নবমী পর্যন্ত উপজেলার দেড় শতাধিক পূজাম-প পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মণ্ডপে আসা পূজার্থীদের শুভেচ্ছা জানান। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, আমাদের দেশে, বিশেষ করে কুলাউড়া উপজেলায় সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। মুসলিম সম্পদ্রায়ের উৎসবে যেভাবে সনাতন ধর্মাবলম্বীর লোকজন আমন্ত্রণ পায়, তেমনি মুসলিমদেরও পূজা ও বড়দিনে একে অন্যের বাড়িতে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়; এ যেন কুলাউড়াবাসীর মধ্যে এক সম্প্রীতির বন্ধন। তাই অসাম্প্রদায়িক কুলাউড়া বিনির্মাণে সবার ঐক্যপ্রয়াস খুবই প্রয়োজন।
এম এম শাহীন ১৫ অক্টোবর দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ মহা ষষ্ঠীতে উপজেলার ভূকশিমইল, বরমচাল, ভাটেরা ও ব্রাহ্মণবাজার, দ্বিতীয় দিন মহা সপ্তমীতে টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর, তৃতীয় দিন মহা অষ্টমীতে জয়চণ্ডী, কুলাউড়া সদর, কর্মধা, পৃথিমপাশা ও রাউৎগাঁও, চতুর্থ দিন মহা নবমীতে কাদিপুর শিববাড়ি ও কুলাউড়া পৌরসভার তালতলা, মাগুরা আখরা, চৈতালী সংঘ, কালিবাড়ী ও রেলওয়ে সংলগ্ন হরিজন সম্প্রদায়ের বিভিন্ন পূজাম-পসহ দুই শতাধিক পূজাম-পে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদোয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তফজ্জুল হোসেন, শরীফপুর ইউপির চেয়ারম্যান জুনাব আলী, হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মাহমুদ আলী, বিএনপির নেতা হাজি রফিক মিয়া ফাতু, আবদুল মোক্তাদির, হাজি কুতুব উদ্দিন, আবদুল হাই, আবদুর নূর, মোস্তাক আহমদ চৌধুরী মামুন, ইঞ্জিনিয়ার ওয়াহিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার আলম বেলাল, উপজেলা যুবদলের নেতা ও পৌর কাউন্সিলর কায়ছার আরিফ, মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, রাসেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য আবদুল মুক্তাদির মনু, আনু মিয়া, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাইফুর রহমান সিদ্দিকী, বিএনপির নেতা হারিস আলী, জমসেদ আহমদ, যুবদলের নেতা আবদুল আজিজ চৌধুরী মঞ্জু, মোস্তফা মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান আহমদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খালিক, ছাত্রদলের নেতা মনসুর আহমদ আবেদ, হুমায়ুন রশীদ রাজন, শামীম আহমদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।