এসকে সিনহার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠিকানা রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই সাথে তারা সাবেক প্রধান বিচারপতির শাস্তিও দাবি করেন। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুর পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হোসেন, আব্দুল কাদের মিয়া, মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, মাহফুজ আহমেদ, উপদেষ্টা হাজী জাফর উল্যাহ, কুইন্স মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান চৌধুরী এবং সমীরুল ইসলাম বাবুল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছানেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র নূরুল আমিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন প্রেস ক্লাবে সাবেক বিতর্কিত ও দুর্নীতিবাজ প্রধান বিচারপতি এস কে সিনহা তার একটি বই প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে জঘণ্য মিথ্যাচার করেছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আপনারা জানেন, বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী চক্র প্রধানমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন। এটি তারই একটি অংশ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন নিউইয়র্কে একটি টিভি ও প্রিন্ট মিডিয়া এই ষড়যন্ত্রের সাথে জড়িত। যার ফলে ইতিমধ্যে এই মিডিয়াটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইতিপুর্বে দুইটি সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে এই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে অবহিত করেছি। তারপরও কিছু আওয়ামী নামধারী ব্যক্তি এইসব মিডিয়ার সাথে সম্পর্ক রেখে চলেছেন। যার প্রমাণ প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা এই মিডিয়াটি সরাসরি প্রচার করেছেন এবং প্রধানমন্ত্রী সংবর্ধনার বিজ্ঞাপনও এই মিডিয়াতে প্রকাশিত হয়েছিল। অন্যদিকে এদের সহযোগিতা এবং একজন যুদ্ধাপরাধীর ভাই’র অর্থে এস কে সিনহার বইটি প্রকাশিত হয়।
তিনি আরো বলেন, আপনারা জানেন, এদেশে রাজনৈতিক আশ্রয় পেতে হলে সরকারের বিরুদ্ধে অপবাদ দেয়াটা স্বাভাবিক। তাই সিনহা মত একজন দুর্নীতিগ্রস্থ ব্যক্তির একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার তার রাজনৈতিক আশ্রয় লাভের হাতিয়ার ছাড়া আর কিছু নয়। একজন সাবেক বিচারপতি কীভাবে দুই লক্ষ ত্রিশ হাজার ডলার নগদ পরিশোধ করে আমেরিকার মত জায়গায় বাড়ী ক্রয় করে তার বিচারের ভার আপনাদের উপর দিলাম। এছাড়া তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় কী পরিমাণ দুর্নীতি করেছেন তার প্রমাণ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন। তার সহযোগী হিসেবে যারা কাজ করছেন তাদের পরিচয় আর বলার অপেক্ষা রাখেনা। দেশে এবং প্রবাসে তারা ইতিমধ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত হয়েছেন।
পরিশেষে, সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনায় করছি।
জাকারিয়া চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারী এস কে সিনহার বিরুদ্ধে আমেরিকায় মামলার প্রস্তুতি চলছে।