এসাইলাম গ্রিনকার্ড সিটিজেনশিপ আবেদন বাতিলের নয়া পরিকল্পনা

কাজী ইবনে শাকুর : হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কীভাবে বা কী কারণে প্রদত্ত বা মঞ্জুরকৃত এসাইলাম, কিংবা গ্রিনকার্ড বা সিটিজেশিপ বাতিল করা যায়- তার জন্য নতুন করে পলিসি মেমোরেন্ডাম জারি করেছে। গত সপ্তাহে তা গেজেট নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে।
যারা এসাইলাম পেয়েছেন বা গ্রিনকার্ড পেয়েছেন বা সিটিজেনশিপের অপেক্ষায়, তাদের পুনরায় যাছাই-বাছাই করে দেখা হবে। মেমোরেন্ডামে সেজন্য নোটিস টু এপিয়ার বা কোর্টে পাঠানোর দিকনির্দেশনা দিয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি অপরাধের জন্য যাদের আমেরিকায় থাকতে দেবে না, সেসব গ্রিনকার্ডধারী ও সিটিজেনশিপের জন্য আবেদনকারীদের আমেরিকা থেকে বহিষ্কারের বা নোটিশ টু এপিয়ার (অর্থাৎ কোর্টে উপস্থিত হওয়ার নোটিশ) কীভাবে দেয়া হবে- তার নতুন পলিসি স্মারক প্রকাশ করেছে।
এতোদিন পর্যন্ত যেসব কারণে এদেশ থেকে রিম্যুভাল প্রসিডিংসে ফেলা হয় বা কি জন্য নোটিশ টু এপিয়ার জারি করা হয়, তাতে অনেক ফাঁকফোঁকড় ছিলো। এসব ফাঁকফোঁকড় কীভাবে বন্ধ করবে তার উপায় বের করে নতুন করে পলিসি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে।
মেমোরেন্ডামে কাদের বহিষ্কার করা যাবে, তাদের গুরুত্বের দিক থেকে বিবেচনা করে নতুন করে কীসের ভিত্তিতে বহিষ্কার করা হবে, তার ক্রমানুসারে বর্ণনা তৈরি করা হয়েছে।
তাতে রয়েছে-
ক. যারা কোন ধরণের ক্রিমিনাল অপরাধে দণ্ডিত হয়েছে; খ. এমন কেউ ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত হয়েছে, অথচ তার সমাধান হয়নি; গ. এমন কিছু করেছে, যা অপরাধযোগ্য ক্রিমিনাল কাজ হিসেবে বিবেচিত (এরমধ্যে স্টেট, ফেডারেল, আন্তর্জাতিক অথবা লাগসই বিদেশি আইন রয়েছে) হয়; ঘ. যদি কোন ফ্রডের সাথে সংশ্লিষ্ট থাকে, কোন সরকারি বিষয়ে অথবা সরকারি এজেন্সির কাছে আবেদনপত্রে ইচ্ছাকৃত মিথ্যা বা ভুল তথ্য পরিবেশন করে থাকে; ঙ. সরকারি বেনিফিট নেয়ার কোনো কর্মসূচির অপব্যবহার করেছেন; চ. যদি কেউ ফাইনাল ডিপোর্টেশনের জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন অথচ ফেরৎ যাননি অথবা; ছ. কোন ইমিগ্রেশন অফিসারের বিচারে জাতীয় নিরাপত্তার বিষয়ে যদি কোন ঝুঁকি থাকে।
এ ক্রমানুসারে বহিষ্কারের জন্য কে বা কোনটা জরুরি তা নির্ধারণ কর হবে।
পলিসি হচ্ছে-
ইউএসসিআইএস নোটিশ টু এপিয়ার (এনটিএ) পলিসি আপডেট করেছে। আর সে জন্য প্রয়োগ প্রাধান্যতা নির্ধারণ করেছে। ইউএসসিআইএসএর নীতি হচ্ছে এনটিএ ইস্যু করা এবং আইসকে রেফারেল ইস্যু করা।
এ পলিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ক মামলা যেসব নির্বাহী আদেশ অনুসারে কোন সন্ত্রাসী কার্যকলাপে নিয়োজিত কিংবা গোয়েন্দারা নিয়োজিত আছেন অথবা যারা অন্য কোনভাবে অপরাধে সম্পৃক্ত আছেন বলে ইমিগ্রেশন ও ন্যাশনালিটি এ্যাক্ট অনুসারে প্রতীয়মান হয়। তাছাড়া রয়েছে যেসব বিদেশি ইউএসসিআইএস অফিসারের মতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বহিষ্কার করা হবে। পলিসি মেমোরেন্ডাম জাতীয় নিরাপত্তা বিষয়ক ফ্রড ডিটেকশন ও ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টরেট-এর গাইডেন্স সংজ্ঞা, প্রক্রিয়া ও নোটিশ টু এপিয়ারকে কোন ধরণের বাধার সৃষ্টি করবে না।
স্ট্যাটিউট অনুসারে এনটিএ ইস্যু করা হবে-
১. শর্তযুক্ত গ্রিনকার্ড বাতিল ও ফরম আই-৭৫১, যা দিয়ে বিয়ের মাধ্যমে স্থায়ী গ্রিনকার্ড পাওয়ার আবেদন করা হয়, তা বাতিল করতে;
২. উদ্যোক্তাদের আবেদন আই-৮২৯ বাতিলের ক্ষেত্রে;
৩. ডিস্ট্রিক্ট পরিচালক কর্তৃক রিফিউজি স্ট্যাটাস বাতিল করতে;
৪. নিকারাগুয়া মধ্য আমেরিকা রিলিফ এ্যাক্ট ও হাইতি রিফিউজি স্ট্যাটাস এডজাস্টমেন্ট এবং
৫. এসাইলাম ও বিশ্বাসযোগ্য ভয়ের কারণ রয়েছে এমন মামলার ক্ষেত্রে ইউএসসিআইএস এনটিএ ইস্যু করতে পারবে।
তাছাড়া প্রবেশাধিকার পাওয়ার যোগ্য নয় এমন ও বহিষ্কারযোগ্য বিদেশিদের ক্ষেত্রে নতুন গাইডেন্সে নোটিশ টু এপিয়ার দেয়া যাবে-
১. এসাইলাম রেফারেলের ক্ষেত্রে;
২. এসাইলাম বাতিল অথবা বহিষ্কার স্থগিতাদেশ বাতিলের ক্ষেত্রে অথবা ডিপোর্টেশনের ক্ষেত্রে;
৩. ইতিবাচক কোন কারণ যদি থাকে, যাতে দেশে ফেরৎ গেলে ভীতিকর পরিস্থিতির মোকাবেলা করতে হবে;
৪. এনএসিআর এ-২০৩ মামলা যেখানে ডিপোর্টেশন বাতিল বা বহিষ্কার স্থগিত করা হয় না;
৫. এনএসিএআর এ-২০৩ মঞ্জুর হয়েছে তবে ডিপোর্টেশন বাতিলযোগ্য নয়, তাদের ক্ষেত্রে এবং টেম্পরারি প্রটেকটেড স্ট্যাটাস যারা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না।
এ ছাড়া ফ্রড, মিথ্যা, সরকারি সুযোগ-সুবিধায় অপব্যবহার, যেমন অযথা সরকারি ভাতা, ফুড স্টাম্প বা অন্যান্য ভাতাদি গ্রহণ, খুন, ধর্ষণ, যৌনপীড়ন, আগ্নেয়াস্ত্র বহন, আগ্নেয়াস্ত্র ব্যবহার, সহিংসতা, জিম্মি করে পণ আদান, শিশু পর্ণোগ্রাফি, দূতিয়ালি, দাসত্ব, ইনভোলানটারী, সার্ভিটিউট, এলায়েন্স স্মাগলিং, মানবাধিকার লঙ্ঘণকারী, বহিষ্কারের পর পুনরায় প্রবেশ ও অন্যান্য ক্ষেত্রে যেমন রাস্তায় গ্যাং মেম্বার ফেলোনী অপরাধে দ-িতদের বহিষ্কারের জন্য এনটিএ দেয়া যাবে।
এগ্রেজিয়াস পাবলিক সেফটি বা মারাত্মক জননিরাপত্তাজনিত কারণে সিটিজেনশিপের আবেদন ডিনাই হলে বা অন্যান্য বহিষ্কারের জন্য কোন অযুহাত থেকে থাকে, তাহলে এনটিএ দেয়া যাবে।
সবচেয়ে বিপদের কথা হচ্ছে, যদি নৈতিকতার বিবেচনায় এন-৪০০ বা সিটিজেনশিপ আবেদন নাকচ হয়, তাহলে এনটিএ দেয়া এসাইলাম অফিস যদি দেখে যে, আবেদনে কোন পরিবারের সদস্যকে সংযুুক্ত করা হয়নি, কিংবা এসাইলাম অফিস অবৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস থাকাকালে যদি মামলা ডিনাই করে, তাহলে আবেদনকারী এনটিএ দেয়ার জন্য অনুরোধ করতে পারে, কিংবা এসাইলাম স্ট্যাটাস বাতিল করে এসাইলাম অফিস এনটিএ দিতে পারে। আর এসব এনটিএ হাতে লিখে দিতে হবে।
নতুন গাইডেন্স অনুসারে ইউএসসিআইএস হোমল্যান্ড সিকিউরিটি কারো বহিষ্কারের জন্য এডভাইস করতে পারবে। এছাড়া এনটিএ ইস্যু করার খুঁটিনাটি বিষয়েও জানানো হয়েছে।