এসাইলাম মামলার সংখ্যা ৬৯৭,৭৭৭

ঠিকানা রিপোর্ট : জাস্টিস ডিপার্টমেন্ট থেকে গত ৯ মে বুধবার বলা হয়েছে যে, ইমিগ্রেশন কোর্টের ব্যাকলগ উল্লেখযোগ্যভাবে গত ১৮ মাসে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম কারণ ট্রাম্প প্রশাসন যে সব মামলা ওবামা প্রশাসন আমলে নেয়নি সেসব মামলাকে নতুন করে আবার অ্যাকটিভ স্ট্যাটাসে নিয়ে এসেছে।
ডিপার্টমেন্টের নির্বাহী অফিস যা ইমিগ্রেশন রিভিউ নিয়ে কাজ করে তাদের পক্ষ থেকে বলা হয় ৩১ মার্চ পর্যন্ত মোট এসাইলাম মামলার সংখ্যা ৬৯৭,৭৭৭। এই সংখ্যা ২০১৮ অর্থবছরের অর্ধেক সময়ের মধ্যে।
২০১৬ সালে সক্রিয় এসাইলাম মামলা ছিল ৫১৯,০৫৩। ২০১৭ সালে তা ২৫ শতাংশ বৃদ্ধি পায়।
অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে সব মাইগ্রেন্ট দক্ষিণ-পশ্চিম সীমান্তে সফরে এসেছে তারা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এসাইলামের আবেদন করেছে।
কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট মুখপাত্র বলেন যে, সবচেয়ে বড় কারণ ওবামা প্রশাসনের নীতির পরিবর্তন। যেভাবে তখন এসাইলাম প্রক্রিয়ার আবেদন দেখা হয়েছে তার অবসান ঘটিয়েছে ট্রাম্প প্রশাসন।
কোনো লোক সীমান্তে এসে ধরা পড়লে সে দেশে গেলে বিশ্বাসযোগ্য ভীতির জন্য এখানে এসাইলাম চাইতে পারে। সে লোককে আমেরিকার কাস্টমস ও বর্ডার প্রটেকশনের কাছে হস্তান্তর করা যায়। ইউএসসিআইএস এসব ব্যক্তির আইনগত মামলা দেখে যাবে। নতুন এসাইলাম অনুরাধে আইসকে অধিক স্বাধীনতা দেয়া হয়েছে। তারা দেখবে কোন মামলা কোর্টের মধ্যে যাওয়া দরকার, আর কোনটা নতুন ক্যাটাগরিতে প্রশাসনিকভাবে বন্ধ করা হবে। কিন্তু প্রশাসনিক বন্ধ হলে তা কখনও বন্ধ হয় না। প্রকারান্তরে তা ঝঞ্ঝাটপূর্ণ নয় বলে মনে করা হয়। আর তাতে যখন নতুন করে ক্লোজড মামলা ওপেন করা হয়েছে এসব মামলার সংখ্যা ২০১৭ সালে ১৯৫,৯৫৬ থেকে ৩৫৫,৮৩৫ এ উন্নীত হয়েছে।
এটা মামলা নিষ্পন্ন করার মতো। কিন্তু ইমিগ্রেশন জাজ কখনও তা সম্পূর্ণ নিষ্পন্ন করেনি।