ঠিকানা রিপোর্ট : এস অ্যান্ড এ ডিসকাউন্ট ফার্নিচার একটি বাংলাদেশী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে পরিবার ও বন্ধুদের দোয়ার মাধ্যমে। জানুয়ারিতে শুরু করার পর থেকে এটি ভাল চলছে। সবার সহযোগিতায় ব্যবসার উন্নতি কামনা করছি। প্রতিদিনই সেল চলছে। আমরা কাস্টমারদেরকে বলবো আসুন, দেখুন, কিনুন। আমাদের রয়েছে ফ্রি ডেলিভারি, সেট আপ ফ্রি।
জানুয়ারি মাসে এস অ্যান্ড এ ডিসকাউন্ট ফার্নিচারের দোকানটির উদ্বোধন করা হয়। ২৩ তারিখ থেকে শুরু হয় বিক্রি। এর আগে প্যান্ডামিকের সময়ে আমার একটি দোকান ছিল। পরে সেটি বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর নতুন করে আবার চালু করেছি এটি। এর নাম এস এ্যান্ড এ ডিসকাউন্ট ফার্নিচার।
জাহাঙ্গীর বাসিত এর কর্নধার। তিনি বলেন, আমরা যেসব ফার্নিচার বিক্রি করছি এই সব ফার্নিাচার আমেরিকায় তৈরি করা হয়। এর পাশাপাশি এগুলো তৈরি হয় চায়না এবং মালয়েশিয়াতে। আমরা বিভিন্ন কোম্পানীর কাছ থেকে এগুলো কিনি। আমরা নিজেরা অর্ডার দিয়ে আনি না। এখানে কোম্পানীর কাছ থেকে কিনলেই সুবিধা।
আমরা সব সময় চাই ক্রেতারা সন্তুষ্ট থাক। তাদের সন্তুষ্টি আমাদের জন্য বড় বিষয়। অনেকেই আছেন তাদের ভাল আয় নেই। এই আয় না থাকার কারণে তারা ফার্নিচার কিনতে পারে না। তারা ফার্নিচার না কেনার কারণে অনেক সমস্যায় থাকেন। তবে আমরা ওই ধরণের মানুষকেও ফার্নিচার কেনার জন্য সহায়তা করি। এই জন্য লোন দিয়ে থাকে। সেই লোনের পরিমাণ পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। এই জন্য ভাল ক্রেডিট স্কোর লাগবে বিষয়টি এমন নয়। কারো কম ইনকাম থাকলেও হবে। তবে অবশ্যই তাদের নথিপত্র থাকতে হবে। কারণ নাম, ঠিকানার জন্য তার আইডি লাগে। এই আইডি না থাকলে লোন দিতে সমস্যা হয়। তাই বলবো আমরা লোনের জন্য ব্যবস্থা করে থাকি। এই জন্য ৯০ দিন কোন ইন্টারেস্ট হবে না।
আমরা আমাদের ফার্নিচারের উপর বিভিন্ন ধরণের ছাড় দিয়েছি। এই ছাড় প্রতিদিনই কোন না কোন পণ্যর উপর থাকছে। স্ন্যাপ কোম্পানীর সুবিধা নিয়ে ক্রেতারা লোন নিয়ে কিনতে পারবে।
জাহাঙ্গীর বাসিত সিলেট জেলার বাসিন্দা। তিনি এই দেশে আসেন ৩০ বছর আগে। আসার পর এখানে তিনি বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। মূলত: ফার্নিচার ব্যবসাটাকেই প্রাধান্য দিচ্ছেন। তিনি ব্রঙ্কসে থাকেন। জাহাঙ্গীর বাসিত বলেন, ১৬২৭ ওয়েস্টচেস্টার এভিনিউতে আমাদের প্রতিষ্ঠান। ব্রঙ্কসে এর অবস্থান।
আমরা গ্র্যান্ড ওপেনিং এর সেল দিচ্ছি। এই জন্য কোন ক্রেডিট এর প্রয়োজন হবে না। আমরা সবাইকেই লোন নিতে এ্যাপ্রুভ করি। লোন নিলে ৯০ দিনের মধ্যে কোন ইন্টারস্টে দিতে হবে না। ক্যাশে কিনলে যে পরিমাণ লাভ করতে পারবেন বা যে সুবিধা পেতেন এখানেও তারা একই সুবিধা পাবেন।
আমরা বলবো আমাদের এখানে আসার জন্য ট্রান্সপোর্টশন অনেক সহজ। ৬ ট্রেন টু মরিসন, সাউন্ডভিউ এভিনিউ। বাস হলে বিএক্স ফোর এবং বিএক্সফোর এ। আমরা ভিসা, মাস্টারকার্ড, ডিসকভার সব কিছুই এক্সসেপ্ট তরি। আর মাত্র ৪০ ডলার ডাউন পেমেন্ট দিয়ে বিক্রয় শুরু করি।
আফজাল করিম বলেন, আমাদের সোফা ও লাভসিট এর দাম ৬৩৯ ডলার, টডলার বেড এর দাম ৬৯ ডলার, ওয়ারড্রপ ৩০০ ডলার, টুইন টুইন মেটাল ব্লাঙ্ক বেড এর দাম ৩৯৯ ডলার, টেবিল ও চারটি চেয়ারের দাম ৪৯৯ ডলার, টিভি স্ট্যান্ড এর দাম ১৯৯ ডলার, সেকশনাল সোফা এর দাম ৭৯৯ ডলার, টেবিল ও চারটি বিশেষ চেয়ার এর দাম ৪৯৯ ডলার, আর একটি একই ধরণের ফার্নিচারের দাম হচ্ছে ৪৩৯ ডলার, টিভি স্ট্যান্ডের দাম ২৬৯ ডলার, ৫ পিস কুইন্স বেডরুম সেট ৯৯৯, ৫ পিস কুইন্স বেডরুম সেট ১১৯৯ ডলার, ৫ পিস কিং বেডরুম সেট উইথ এলইডি লাইটস ১৪৯৯, ৫ পিস টুইন বেডরুম সেট ৮৯৯। ফ্রি ডেলিভারী, ফ্রি এ্যাসেব্লী এন্ড জিরো ফাইন্যান্স।