এ স্ট্রিট স্টলকিপার

আবদুল বাতেন :

মাইনাস 10 কি 200 F তাপমাত্রার তীব্রতায়
ইমার্জেন্সি দেওয়া শহরের কোন এক সাইডওয়াকে
কেটে কয়েকটা আম বা আনারস তরতাজা
পাতাঝরা গাছের মতো কী করুণ
তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকে খদ্দেরের অপেক্ষায়
পুলিশ যাকে তুলে দেয়, জরিমানা করে বারবার
যাকে ছিঁড়ে খায় দূষিত দৃষ্টি, নোংরা শিস, মন্তব্য
সে এক মেক্সিকান কি স্প্যানিশ রমণী, ছোটখাটো
একাই লড়ে যাচ্ছে পৃথিবী উপচানো অন্ধকারের বিরুদ্ধে
ধুরন্ধর ধোঁয়া, কসাই কুয়াশার বিরুদ্ধে
উজান ঠেলে ঠেলে এগিয়ে চলছে প্রতিজ্ঞাবব্ধ পায়ে