ঠিকানা অনলাইন : গত ১ নভেম্বর ৪৭তম জন্মদিন উদযাপন করলেন বিউটি কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তরা সোশ্যাল মিডিয়া মাতিয়ে ফেলেছিল জন্মদিনের শুভেচ্ছায়। কর্নাটক রাজ্যের সাধারণ পরিবারের মেয়েটি যে একদিন বিশ্ব জয় করবেন, সে কথা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি।
কিন্তু ঐশ্বরিয়া বেশ ছোটবেলা থেকেই শোবিজকে মনে মনে আপন করে নিয়েছিলেন। স্কুল পার হওয়ার আগেই নাম লেখান মডেলিংয়ে। কলেজে উঠতে উঠতে পেপসির বিজ্ঞাপনে সানজানা হয়ে ঝড় তোলেন তরুণ হৃদয়ে। পরের বছরেই নাম লেখান ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। বিজয়ী হয়ে উঠে পড়েন মিস ওয়ার্ল্ডের মঞ্চে।
সেখানেও খেতাব ছিনিয়ে আনেন। বলিউডে ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘তাল’, ‘জোশ’, ‘মহব্বতে’, ‘গুরু’, ‘ধুম-২’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। শুধু বলিউড নয়, হলিউডেও কাজ করেছেন। সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে এই নায়িকা। তিনি বিশ্বের সুন্দরী নারীর তালিকায় একাধিকবার শীর্ষস্থানে ছিলেন। জন্মদিনে ঐশ্বরিয়াকে নিয়ে নানা ফিচার প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে আলোচনায় উঠে এসেছে পদ্মশ্রীজয়ী এ তারকার পুরনো একটি সাক্ষাৎকারের কথাও। ‘বীর-জারা’সহ বেশ কয়েকটি মুভি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ। সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ঐশ্বরিয়াকে।
তিনি বলছিলেন, ‘কয়েকটি মুভি থেকে বাদ পড়ার ঘটনায় দুঃখ পেয়েছিলাম। মনে প্রশ্ন উঠেছিল, এটা কেন হয়েছে? তবে কাউকে কিছু জিজ্ঞেস করিনি।’ ঐশ্বরিয়া রাইকে বাদ দেওয়ার বিষয়ে শাহরুখ অবশ্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন। এক অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ঐশ্বরিয়ার সামনেই তার সঙ্গে ফের সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
ঠিকানা/এমআরএম