ওঁম শক্তি মন্দিরে পরিচয়পত্র বিতরণ ও মিলনমেলা

নিউইয়র্ক : গত ১৩ এপ্রিল, শুক্রবার, সন্ধ্যা ৭টায় ওঁম শক্তি মন্দিরে উত্তর আমেরিকায় অবস্থিত সেবামূলক ও হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ‘সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইন্ক’-এর কালী মন্দির ও শ্মশান প্রকল্পের প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে মিলনমেলা, আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। দু’শতাধিক মহৎপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রীবিজয় কৃষ্ণ ভৌমিকের গুরুবন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ভাবগম্ভীর পরিবেশে পবিত্র গীতাপাঠ ও আলোচনা করেন শ্রীপ্রদীপ ভট্টাচার্য। ভক্তিমূলক সংগীত পরিবেশন করে ভক্তদের আনন্দ দেন শ্রীসুখরঞ্জন সাহা। এরপর সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করলে সবাই আনন্দিত হয়ে ব্যতিক্রমী আয়োজনটির জন্যে উদ্যোক্তাদের সাধুবাদ জানান।
এ সময় ডা. নীহার সরকার সংক্ষিপ্তাকারে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। ভক্তবৃন্দের মাঝে বক্তব্য রাখেন- সর্বশ্রী উত্তম মন্ডল, দীপংকর রায়, নিখিল মন্ডল, অনুপম বিশ্বাস, জয়দেব গাইন, প্রীতিশ বালা, রূপা চক্রবর্তীসহ আরো অনেকে।
উত্তম মন্ডল, দীপংকর রায় ও নিখিল মন্ডল তাদের বক্তব্যে দৃঢ়তার সাথে বলেন, কালী মন্দির ও শ্মশান কোনো ব্যক্তির নামে নয়, প্রতিষ্ঠানটি হবে সংগঠনের নামে এবং সে জন্যে যা যা করা প্রয়োজন তা সংগঠন করছে। প্রত্যেকে প্রতিমাসে অনুদান দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসে প্রখ্যাত চিকিৎসক ও ধর্মীয় ব্যক্তিত্ব ডা. প্রভাত দাস প্রকল্পটির গুরুত্ব অনুধাবন করে তার সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশন করে প্রবাসের প্রখ্যাত ও জনপ্রিয় শিল্পী সবিতা দাস সবার হৃদয় ছুঁয়ে যান। তবলায় সঙ্গত দেন শ্রীবিজয় ভৌমিক ও জুড়ীতে শ্রীপরিমল দেবনাথ। শ্রীনেপাল চন্দ্রনাথের নামসংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- শ্রীসুরুজ শীল, হিমান রায়, লিটন সাহা, দেবব্রত ঘোষ, মলয় ধর, বিমল বর্মণ, সুব্রত সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে শ্রীদীপংকর রায়ের তৈরি সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য ‘সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সদস্যদের অনুরোধে ভবিষতেও এ ধরণের মিলন মেলার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করে। -প্রেস বিজ্ঞপ্তি।