ওকাসিয়ো কর্টেজ সমর্থন জানালেন টিচের প্রতি

ঠিকানা রিপোর্ট: কুইন্সের দৌর্দন্ড প্রতাপশালী প্রায় ২৫ বছরের রিপ্রেজেনটেটিভ যোশেফ কাউলিকে গত মাসে অনুষ্ঠিত নিউইয়র্কের ডেমক্র্যাটিক কংগ্রেশনাল প্রাইমারিতে ধরাশায়ী করে সমগ্র আমেরিকায় নতুন ডেমক্র্যাটিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কর্টেজ। প্রাইমারিতে জয়লাভের পর থেকেই ওকাসিয়ো কর্টেজের মন্তব্য এবং বক্তব্যকে প্রচার মাধ্যম অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। তাই নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেলের প্রতিদ্বন্দ্বিতায় ফোর্ডহাম ল অধ্যাপক জেফির টিচাউটের প্রতি ওকাসিয়ো কর্টেজের সমর্থন জ্ঞাপন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ১৪ জুলাই জানা যায় যে ওকাসিয়ো-কর্টেজ আইনবিশেষজ্ঞ অধ্যাপক টিচাউটের প্রতি সমর্থন জ্ঞাপনের পাশাপাশি তাকে রাজনৈতিক মেন্টর এবং নিউইয়র্ক স্টেটে প্রগ্রেসিভ মোভমেন্টের (প্রগতিশীল আন্দোলনের) গৌরবোজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, স্টেট এটর্নি জেনারেল পদে ডেমক্র্যাটিক দলীয় মনোনয়ন প্রশ্নে ডেমক্র্যাটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। উক্ত নির্বাচনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াই হবে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আইনের অধ্যাপক টিচাউট, পাবলিক এডভোকেট লেটিশিয়া জেমস, হাডসন ভ্যালি রিপ্রেজেনটেটিভ সিয়ান প্যাট্রিক মেলোনি এবং সাবেক গভর্নর ক্যুমো ও হিলারি ক্লিন্টনের ডাকসাইটে এইড লিসিয়া ইভে। স্মর্তব্য, বরণীয় ব্যক্তিত্বদের মধ্যে টিচাউটই সর্বপ্রথম ওকাসিয়ো কর্টেজের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন। ওয়াল স্ট্রিটের সামনে চেঞ্জিং বুল স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে টিচাউট বলেছিলেন, ওকাসিয়ো-কর্টেজ পুরোপুরি নির্ভীক মহিলা। তিনি আরও বলেছিলেন, গরিব এবং শ্রমিক শ্রেণীর অধিকারের প্রশ্নে কর্পোরেট অর্থ-বিত্তের প্রভাবে যাদের কন্ঠস্বর নীরব সেই বাকশক্তিহীন জনতার দাবি আদায়ে ওকাসিয়ো কর্টেজ প্রতিশ্রুতিবদ্ধ।