ওজন কমানো সার্জারির প্রতিক্রিয়া

ঠিকানা রিপোর্ট: বয়ঃসন্ধিক্ষণের অতিরিক্ত মোটা বা স্থূলকায় বালক-বালিকাদের মেদ-ভূড়ি কমানোর জন্য সার্জারি বা অস্ত্রোপচার করা হলে নতুন শারীরিক বা মানসিক সমস্যা জন্ম দিতে পারে। সিনসিনাটি চিলড্রেন মেডিক্যাল সেন্টারের চিকিৎসা বিজ্ঞানীগণ এ আশঙ্কা প্রকাশ করেছেন বলে ১৫ মে জানা গেছে।
সিনসিনাটি চিলড্রেন মেডিক্যাল সেন্টারের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী সানিটা এল হানসাকের বলেন, অতিরিক্ত মোটা বয়ঃসন্ধিক্ষণের বালক-বালিকাদের ওয়েট-লস ( ওজন কমানোর) সার্জারির পর তাদের অনেকের নতুন করে উচ্চ রক্তচাপসহ নানা ধরনের মানসিক সমস্যা দেখা দিয়েছে। আবার ওয়েট-লস সার্জারির পর কিছু সংখ্যক অতিরিক্ত মোটা কিশোর-কিশোরীর আগের উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যা অধিকতর খারাপের দিকে গড়িয়েছে। তাদেরকে অনবরত মনিটরিং করতে ও অব্যাহত চিকিৎসা প্রদান করতে হয়েছে।