ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের ওটাহ অঙ্গরাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল নিষিদ্ধ করা হয়েছে। বাইবেলে ‘শিশুদের জন্য অনুপযুক্ত’ উপকরণ রয়েছে উল্লেখ করে সম্প্রতি এই নিষেধাজ্ঞা আরোপ করে রাজ্যের শিক্ষা বিভাগ। ৩ জুন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, রাজা জেমসের বাইবেলে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো শিশুদের জন্য অনুপযুক্ত।
উটাহর রিপাবলিকান সরকার ২০২২ সালে পর্নোগ্রাফিক বিষয়ে একটি আইন পাস করে। ওই আইন অনুযায়ী, ‘অশ্লীল অথবা অশালীন’ বই স্কুলে নিষিদ্ধ থাকবে। এই আইনে এখন পর্যন্ত যেসব বই নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো ‘যৌন শিক্ষা এবং পরিচয়’-এর সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া রক্ষণশীলরা ‘সমকামী অধিকার এবং জাতিগত শিক্ষার’ ওপর যেসব বই আছে, সেগুলো নিষিদ্ধের চেষ্টা চালাচ্ছে। তাদের এমন প্রচেষ্টার মধ্যেই এ নিষেধাজ্ঞা এল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা ইতিমধ্যে তাক থেকে বাইবেলের সাত-আটটি কপি সরিয়ে ফেলেছেন। তবে এটি কখনো শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ ছিল না বলে জানিয়েছেন তারা। পাশাপাশি কোন অনুচ্ছেদে ‘অশ্লীলতা বা সহিংসতা’ রয়েছে তাও বিস্তারিত জানায়নি শিক্ষা বিভাগ।
ঠিকানা/এনআই