ঠিকানা রিপোর্ট: ওবামাকেয়ার বা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য বিষয়ক আইনের অধীনে হেলথ ইন্সুরেন্স পাওয়া ব্যক্তিদের শত শত কোটি ডলারের পাওনা স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ফেডারেল একটি কোর্ট এই অর্থ ছাড় না দিতে রুলিং দিয়েছে।
গত ৭ জুলাই শনিবার ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণায় তোলপাড় হচ্ছে আমেরিকায়। ওবামা কেয়ারের অধীনে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতেন এতদিন। এই সেবা দেয় দ্যা সেন্টারস ফর মেডিকেয়ার এ্যান্ড মেডিকেইড সার্ভিসেস। তারা ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ১০৪০ কোটি ডলার বিতরণ করতো।
এই সেবা যারা পেতেন তাদের স্বাস্থ্য সেবা এখন ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছেন। তাই তার ক্ষমতা ব্যবহার করে ওবামা কেয়ার বিলকে এমন অবস্থায় নিয়ে এসেছেন। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ওবামা কেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য বিষয়ক ইন্সুরেন্সের আওতায় এসেছিলেন।