ওভারটাইম না দেয়ায় ট্রাম্পের ব্যক্তিগত ড্রাইভারের মামলা

ঠিকানা ডেস্ক : ওভারটাইম বাবত বাড়তি মজুরি পরিশোধ না করায় এবং ১৫ বছরে মাত্র ২ বার মজুরি বৃদ্ধি করায় ২৫ বছরেরও বেশিকালের ব্যক্তিগত গাড়ি চালক নোয়েল সিনট্রন মামলা রুজু করেছেন মহৈশ্বর্যশালী রিয়্যাল এস্টেট ডেভেলপার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প অর্গানাইজেশন এলএলসির বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে কুইন্সের বাসিন্দা ৫৯ বছর বয়স্ক চালক সিনট্রনের পক্ষে তার আইনজীবী লেরী হাটচার মামলাটি রুজু করেছেন বলে ১০ জুলাই জানা গেছে।
সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে বিগত ৬ বছরের প্রায় ৩,৩০০ ঘন্টার ওভারটাইমের মজুরি চেয়ে তালিকাভূক্ত রিপাবলিকান সিনটনের পক্ষে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার আর্জিতে উল্লেখ করা হয় যে ২৫ বছরেরও অধিককাল ধরে ট্রাম্পের ব্যক্তিগত চালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় সিনট্রন নিয়মিত কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময় কাজ করেছেন। এমনকি ছুটির দিনেও সিনট্রন ট্রাম্পের গাড়ি চালিয়েছেন। তবে কখনও তাকে ওভারটাইমের অর্থ পরিশোধ করেননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। বিগত ১৫ বছরে তার মজুরি মাত্র ২ বার বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলায় প্রেসিডেন্ট হিসেবে তার নীতির বিষয়ে অভিযোগ করা হয়েছে। একটি মামলায় তার প্রশাসনের বিরুদ্ধেই অসাংবিধানিক কাজের অভিযোগ করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক চুক্তি ও নীতিমালা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যক্তিগত মামলাও রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের প্রবেশাধিকার বন্ধ করেন ট্রাম্প। ওই সিদ্ধান্ত বিষয়েও বড় ধরনের আইনি লড়াইয়ের মধ্যে আছে হোয়াইট হাউজ। সর্বশেষ তার বিরুদ্ধে মামলা করলেন তার নিজেরই ব্যক্তিগত গাড়িচালক।
আইনজীবী ল্যারি হাটচার বলেছেন, কোনও অর্থ না দিয়েই তাকে জোর করে হাজার হাজার ঘণ্টা কাজ করানো হয়েছে। ৩৪ বছর বয়সে সিনট্রন চালকের পদে নিয়োগ লাভ করেছিলেন। মার্কিন আইন অনুযায়ী, যখন কোনও কর্মী সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করবে, তাকে অতিরিক্ত সময়ের জন্য অবশ্যই তার নিয়মিত বেতনের দেড়গুণ হিসাবে বেতন দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে দৈনিক হিসাবে ওভারটাইম হিসাব করা হয়ে থাকে। সেই অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টার বেশ কাজ করলে অতিরিক্ত সময়ের জন্য দেড় গুণ বেতন দিতে হবে। যদি কেউ ১২ ঘণ্টার বেশি কাজ করে তাহলে ৮ ঘণ্টার অতিরিক্ত সময়ের জন্য তাকে দ্বিগুণ অর্থ শোধ করতে হবে। আর ছুটির দিনে কাজ করলে দেড়গুণ অর্থ পাবেন ওই কর্মী। তবে সিরট্রন আইনজীবী দাবি করেছেন, তিনি ২৫ বছর ধরে সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি কাজ করেছেন। তা সত্ত্বেও তাকে কোনও অর্থ দেওয়া হয়নি। মামলায় বলা হয়, সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করার পরও ২০১০ সাল থেকে তার বেতন ৭৫ হাজার ডলার নির্ধারিত করা ছিল।
ল্যারি হাটচার বলেন, ব্যক্তিগত গাড়িচালকের ওভারটাইমের অর্থ পরিশোধ না করে প্রেসিডেন্ট শ্রমিকদের অধিকার সম্পূর্ণ অবমাননার নজির স্থাপন করেছেন। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প কর্মরত নারী ও পুরুষের মধ্যে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেছেন। কিন্তু তার আর কোনও কিছুই বিশ্বাস করার সুযোগ নেই। তিনি বলেন, নোয়েল সিনট্রন দিনে, রাতে ও ছুটির দিনেও কাজ করেছেন। কিন্তু ট্রাম্প বছরের পর বছর ধরে তার অর্জিত অর্থ শোধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।