ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেলেন তামিম

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ককে ছাড়াই তাই সিরিজটা খেলতে হবে বাংলাদেশকে। তামিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

কুঁচকির চোটে ছিটকে পড়ার হতাশায় পুড়তে হয়েছে তামিমকে। গতকাল ৩০ নভেম্বর বুধবার নিজেদের মধ্যে ম্যাচের আবহে অনুশীলনে চোট পান তামিম। চোটের অবস্থা বুঝতে আজ ১ ডিসেম্বর স্ক্যান করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ থেকে তামিমকে কমপক্ষে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে।

তামিম না থাকায় এখন নতুন অধিনায়কের ভাবনায় যেতে হচ্ছে বোর্ডকে। যদিও টেস্ট ও টি-টোয়েন্টির মতো এই সংস্করণে সহ-অধিনায়ক নেই। মিনহাজুল জানিয়েছেন, অধিনায়কের সিদ্ধান্ত বোর্ডই জানাবে। তামিমের আগে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। পিঠের সমস্যায় ভুগছেন এই পেসার।

এদিকে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় দল। আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে সামনে রেখে আগামীকাল শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা। অনুশীলন সূচি রয়েছে বাংলাদেশ দলেরও।

ঠিকানা/এনআই