ওয়াশিংটন থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

ঠিকানা অনলাইন : ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় ৪ মে (বৃহস্পতিবার) সকালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ছাড়েন বলে বাসস জানিয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রওনা হন বলে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বাসস জানিয়েছে, লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান এবং কেমব্রিজ ইউনিভার্সিতে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।

এছাড়া মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক এবং একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।

শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাপান থেকে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের টোকিও সফর শেষে তিনি ২৯ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছান।

এর আগে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ঢাকা থেকে জাপানে গিয়েছিলেন। টোকিওতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হয়।

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে দেশটির সঙ্গে বিভিন্ন বিষয়ে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

লন্ডন থেকে প্রধানমন্ত্রীর আগামী ৯ মে ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে।

ঠিকানা/এসআর