ওহাইওতে ৩ সন্তানকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে মারলেন বাবা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে চ্যাড ডোরম্যান (৩২) নামের এক ব্যক্তি তার তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তিনি বাড়িতে তার স্ত্রীকে আহত করার জন্যও অভিযুক্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদনে আরও বলা হয়, চ্যাড ডোরম্যানের জামিন নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। আদালতে কোনো আইনজীবী তার প্রতিনিধিত্ব করেছিলেন কি না তা নথি থেকে জানা যায়নি।

বর্তমানে তাকে ক্লারমন্ট কাউন্টি জেলে রাখা হয়েছে। ক্লারমন্ট কাউন্টির মিউনিসিপ্যাল​ কোর্টের প্রধান প্রসিকিউটর ডেভিড গাস্ট এই হত্যাকাণ্ডকে তার দেখা সবচেয়ে ‘জঘন্যতম অপরাধ’ বলে অভিহিত করেছেন।

১৬ জুন শুক্রবার চ্যাড ডোরম্যানের বিচারের সময় ডেভিড গাস্ট বলেন, একটি ছেলে আতঙ্কে নিকটবর্তী মাঠের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু ডোরম্যান তাকে ধরে ফেলে এবং হত্যা করার আগে বাড়িতে ফিরিয়ে আনে।

তিনি আরও বলেন, তিন সন্তানের কাছে চ্যাড ডোরম্যান ছিলেন সুরক্ষা, ভালোবাসা ও দিকনির্দেশনার সন্ধান। তিনি তাদের অভিভাবক ছিলেন। কিন্তু নিজের সন্তানদের তিনি ঠান্ডা মাথায় হত্যা করেছেন।

এর আগে ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার কিছু আগে কর্মকর্তারা ওই শিশুদের মায়ের ফোন পান। তিনি চিৎকার করে বলছিলেন, ‘তার সন্তানদের গুলি করা হয়েছে।’

এরপর মনরো টাউনশিপের ওই বাড়িতে ছুটে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তারা তিন, চার ও সাত বছর বয়সী তিনটি ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শিশুরা ঘটনাস্থলেই মারা যায়। তাদের নাম প্রকাশ করা হয়নি।

এ সময় চ্যাড ডোরম্যান বাড়িতেই বসে ছিলেন। তাকে সেখান থেকেই হেফাজতে নেওয়া হয়। শুক্রবার তাকে গুরুতর হত্যার তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে। কর্মকর্তারা গোলাগুলির পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানাননি।

ঠিকানা/এনআই