ঠিকানা অনলাইন : কক্সবাজারের হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে মমতাজ বেগম (৬১) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ পর্যটক।
৬ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে জিপ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারানো জিপটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।
ঠিকানা/এনআই