কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে রাতভর সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ৯ মার্চ বৃহস্পতিবার প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় একজন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি বলেছেন, হামলাকারীরা মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) সদস্য বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডায় এ সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। তারা ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। ওই গোষ্ঠীর সদস্যরা প্রায়ই কঙ্গোর গ্রামে প্রাণঘাতী হামলা চালায়।

কঙ্গোর উত্তর কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের মুকোন্দি গ্রামে হামলার এ ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ২০২১ সাল থেকে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক প্রশাসন।

টুইটারে এক বার্তায় প্রাদেশিক গভর্নর কার্লি এনজানজু কাসিভিটা বলেন, বুধবার সন্ধ্যার দিকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। যদিও স্থানীয় একটি সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান মুম্বেরে লিম্বাদু আরসেন দাবি করেন, হামলায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এনআই