কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবিকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কর বিতর্কে মন্ত্রী পদের বিধিভঙ্গের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ২৯ জানুয়ারি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

কর প্রদান নিয়ে বিতর্কের পর তদন্ত শেষে রোববার নাদিম জাহাবিকে পাঠানো এ সংক্রান্ত এক চিঠিতে ঋষি সুনাক বরখাস্তের কথা জানান।

চিঠিতে সুনাক লিখেছেন, ‘তিনি (নাদিম জাহাবি) স্পষ্টভাবে মন্ত্রিত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন। তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের (এইচএমআরসি) সঙ্গে নাদিম জাহাবির ট্যাক্স বিরোধ-সংক্রান্ত বিতর্ক শুরু হয়। এ কারণে গত সপ্তাহে পদত্যাগ করার জন্য তার দলের সহকর্মীদের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন তিনি। এ নিয়ে ঋষি সুনাকের দিকেও আঙুল তোলেন বিরোধীরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বতন্ত্র নৈতিকতা-বিষয়ক উপদেষ্টা স্যার লোরি ম্যাগনাসের তদন্তে জানা যায়, কর প্রদান নিয়ে তদন্তের ব্যাপারে নাদিম কিছুই জানাননি। এমনকি তাকে যে জরিমানা দিতে হয়েছিল, সেটিও বলেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঋষি সুনাকের চিঠির প্রত্যুত্তরে নিজের অর্জনের কথা তুলে ধরেন নাদিম জাহাবি। তবে তিনি কর বিতর্ক নিয়ে কিছু বলেননি।

ঠিকানা/এনআই