ঠিকানা অনলাইন : মা হলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ১২ নভেম্বর শনিবার তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা।
এর আগে গত আগস্টে প্রথম মা হওয়ার খবর প্রকাশ করেন বিপাশা। তিনি লেখেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’
এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন, ‘প্রেগন্যান্সির প্রথম কয়েক মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীর খারাপ লাগত। আমি বিছানায় থাকতাম, না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ অভিজ্ঞতা কমতে থাকল।’
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা ও করণ। চলতি বছরের আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দুজনে। মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবিও পোস্ট করেছিলেন।
ঠিকানা/এনআই