দেওয়ান নাসের রাজা :
অনেক বছর পরে দেখা দিলে তুমি
সুখের রাজ্যে তোমার বসবাস
হয়তো কিছুই মনে নেই।
তন্দ্রার আচ্ছন্ন তবু কাল এসে
মলিন মুখে পালঙ্কে বসেছিলে-
বিপন্ন আলোয় বহুদিন পর।
তাহলে তোমার মায়াবী হৃদয়
ভোলেনি সোনালি দিন।
রুই মাছের পেটি, খাসির ভুনা, ডাল
হিন্দুবাড়ি থেকে আনা দুধের সন্দেশ
পাতে তুলে দিতে নিয়মিত প্রতিদিন
দখিনা বাতাস বয়ে যেত বহুদূর।
দেশবন্ধু অথবা উত্তমের দই
ষোলঘর থেকে কেনা মিষ্টান্ন
ঝরনা এসে পৌঁছে দিত,
এটা তোমার স্বভাবে পরিণত হয়েছিল।
কেমন একটা মায়ায় পড়ে গিয়েছিলাম
অযাচিত অনেক কথাই বলে ফেলতাম
রাগ করতে না একটুও।
আমরা তোমার ঘরে থাকতাম
তুমুল আড্ডায় সন্ধ্যার পরেও কিছুক্ষণ
সময় দ্রুতই মেঘের ডানায় চলে যেত
কত লোকের প্রয়োজন মেটাতে হতো তোমাকে
ব্যাকুল কবি অযথা শহরে আড্ডায় অথবা
রাজনীতির ময়দানে ব্যস্ত থাকতেন
আমরা তোমাদের তুমি করেই বলতাম।
তারপর অকস্মাৎ চলে গেলে বহুদূর
এক নদী অভিমান ছিল বুকে
হয়তো ভালোই আছ খুব, হয়তো
কিছুই মনে নেই। তবু
কাল রাতে এসে
পালঙ্কে বসেছিলে বিষণ্ন দু’চোখ মেলে
কাল রাতে তোমার কবিকে সঙ্গে আনোনি কেন?