
মিজানুর রহমান মিজান :
আমি ছবি তুলি
তাই বলে কবিতাকে
কী করে ভুলি?
কবিতা আমার ভালোবাসা
চাঁদ তারা সূর্য
রোদ বৃষ্টি আমার নীল স্বচ্ছ
আবার মেঘে ঢাকা আকাশ।
কবিতা আমার প্রেম
আমার চারপাশ।
কবিতা আমার
কোনো এক শান্ত কিশোরীর
মায়ায় ভরা চোখ,
আবার কালো মেঘের মতো
এলোমেলো কেশ
কবিতা আমার প্রেমের কথা
কবিতা আমার হৃদয়ে গাঁথা
কবিতা আমার নিঃশেষ।