ঠিকানা অনলাইন : কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টরন্টোতে অবস্থানরত কবি আসাদ চৌধুরী স্থানীয় সময় রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।
একুশে পদকপ্রাপ্ত এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম।
তারা জানান, বর্তমানে কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কবি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কবি আসাদ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
এসআর