কবি কণ্ঠ!

ফিরোজ আহমেদ :

আমি লিখিতে চাই মানুষের কবিতা!
ছন্দের সীমিত বন্ধন মুক্ত করিয়া।
উড়িতে চাই বিশ্ব জুড়িয়া,
অমিত্রাক্ষর ছন্দের গন্ডি তুড়িয়া
প্রকাশিতে চাই হৃদেয়র আশা,
বিশ্বকবি রবি, নজরুল আরÑ
মাইকেলের ভাষা।

বক্ষে ধারণ করে সেই ভরসা
ফুটাইতে চাই মানুষের কাক্সিক্ষত আশা
মম কণ্ঠে উৎসারিত হউক
না বলা সেই প্রত্যাশা।

আমি বিচরণ করিতে চাই,
কবিতার ছন্দ-বন্ধন হতে দূরে,
বিশ্বজুড়ে!
মানুষের ভেতর-বাহির অন্তরে।

কবিতার সীমিত বন্ধন ছিন্ন করিয়া,
জনতার হৃদয়কোমলে পশিয়া
সৃজন করিতে চাই।
কবিতা ও গান রসিয়া রসিয়া!

আমি হইতে চাই জনতার কণ্ঠ,
করিতে চাই দাসত্বের শৃঙ্খল লন্ডভণ্ড!
মুক্ত করিতে চাই মানুষের স্তব্ধ কণ্ঠ
মেলিতে চাই ডানা সারা বিশ্বময়.
করিতে চাই দাসত্ব লয়
কবিতার মাঝেই হয় যেনো
মানব কণ্ঠের জয়!