আবুল বাশার :
ওহে কবি নয় আর মসি নহে আর কবিতা
প্রতিশোধের আগুন জ্বালো রুখে দাও দানবিকতা ॥
তোলো ফণা মারো ছোবল করো ধ্বংস অসুর
মানুষ অবয়বে আছে ভবে যত অধম পশুর ॥
নহে আর ঘুম, নয় নীরবতা, নহে আর কালক্ষেপণ
নাশিতে হবে আছে ভবে যত মুখোশী ভণ্ড কৃপণ ॥
পুকুর নদীনালা রাজপথ দেখো খুনে রাঙা
কাঁদে স্বজন কাঁদে ধর্ষিতা মজলুম হৃদয়ভাঙা ॥
লেবাসে সাধু অন্তরে কালো কর্মে সাক্ষাৎ শয়তান
বধিছে নিত্য লভিতে স্বার্থ নিরীহ মানুষের প্রাণ ॥
হতে চাও যদি খাঁটি মানুষ আনো হৃদয়ে হুঁশ
প্রতিবাদ-প্রতিরোধে গুঁড়িয়ে দাও
মুখোশী দানবের ফানুস ॥