ঠিকানা রিপোর্ট : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গেল সপ্তাহে প্রবাসে বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করে। এসব ইফতার অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও প্রবাসের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রায় প্রতিটি ইফতার অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি টেছে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন : নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো গত ৫ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে। রাফায়েল তালুকদার ও আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন ইফতার অনুষ্ঠানে যোগ দেন নর্থবেঙ্গল ফাউন্ডেশনের ডা. আব্দুল লতিফ ও শফিকুল ইসলাম শফিক নেতৃত্বাধীন অংশের উপদেষ্টা নাসির আলী খান পল, ডা. চৌধুরী সারোয়ারল হাসান ও ডা. সি এম হাসান চন্দন।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ। বক্তব্য দেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির আলী খান, আসেফ বারী টুটুল, সংগঠনের সভাপতি রাফেল তালুকদার, কৃষিবিদ আব্দুল কাদের, আতাঊল আলম, আজিজুল হক মুন্না, নুরুল ইসলাম বর্ষণ, ফাহাদ সোলায়মান, আকাশ রহমান, প্রফেসর রফিকুল ইসলাম, এম এন হায়দার মুকুট, রফিকুল ইসলাম ডালিম, মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, লিটন তালুকদার,আবু কামাল পাশা, আব্দুল মতিন, মাকসুদুল এইচ চৌধুরী, এনায়েত হোসেন মুন্সী, আব্দুল মান্নান, আব্দুল বারি মৃধা, রাকিব উদ্দীন দুলাল, কামরুজ্জামান কামরুল, আবুল কাশেম, রুহুল সরকার প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা কমিটিতে আহ্বায়ক ছিলেন মোহাব্বত আকন্দ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন রুবেল হাসান।
বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক: বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের ইফতার ও দোয়া মাহফিল গত ৯ এপ্রিল রোববার এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহামুদুল হক চেীধুরী, সাধারণ সম্পাদক মোবাহ আলী সবুজের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে রমজানের রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বেঙ্গল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এম, এইস, জামিল আহম্মেদ, সাবেক সহ-সভাপতি আব্দুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ফাস রিয়াদ, সাবেক প্রধান অডিট কমিশনার কায়েস সরকার। আরো উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ মিলন চৌধুরী ইকবাল, আব্দুর জসিম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান, জাতীয় পার্টির সহ সভাপতি বীর মক্তিযোদ্ধা অ্যডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি মনজুরুল ইসলাম ও আবদুল মোতালেব।
হৃদয়ে নারায়ণগঞ্জ : নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর সংগঠন হৃদয়ে নারায়ণগঞ্জ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো গত ৬ এপ্রিল বৃহস্পতিবার। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাডভাইজর ফাহাদ সোলায়মান।
সংগঠনের সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আসেফ বারী টুটুল, রাফেল তালুকদার, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি শামসুল আলম লিটন, হৃদয়ে নারায়ণগঞ্জ-এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বাবলী হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরুল হক, প্রফেসর এহতেশামুল হক, রাজনীতিবিদ রফিকুল ইসলাম ডালিম, গোলাম এন. হায়দার মুকুট, শামীম হোসেন, দোলন প্রমুখ।
অনুষ্ঠানে একটি দুঃস্থ পরিবারকে এক হাজার ডলার অনুদান প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সমিতি : ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সৌহার্দ্য সম্প্রীতির এ আয়োজন করা হয়েছিল জ্যামাইকা হিলসাইডের খলিল বিরিয়ানী হাউজ পার্টি হলে।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল কাদের। মাহফিলে নারায়ণগঞ্জবাসীসহ প্রবাসের সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মজিবুর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটু। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নির্মল পাল, মোহাম্মদ মহসিন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।
আরো বক্তব্য রাখেন দর্পণ কবির, হুমায়ুন কবির তুহিন, ডা. শান্তা পাল, মনসুর আলী, বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সৌহার্দ্যরে নিদর্শন হিসেবে দুটি সংগঠনের সভাপতি মোহাম্মদ মজিবুর-এর স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা সমিতির অপর গ্রুপের সভাপতি মীর্জা ফরিদ উদ্দিন-এর সহধর্মিনীকে শাড়ি উপহার দেয়া হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসী নারায়ণগঞ্জবাসী ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সফল করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেন মনিরুজ্জামান সেলিম, মনসুর আলী, আসাদুল্লাহ চৌধুরী, দীপক দাস, মশিউর রহমান তুহিন, মোহাম্মদ কামাল হোসেন টিটু, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ এ আউয়াল, মাজহারুল হক, সাদেকুর রহমান লিখন, আব্দুল কাদের, আবুল খায়েল পলাশ, জহিরুল ইসলাম জনি, মিন্টু কুমার রায়, জানে আলম বাবু, লাভলী চৌধুরী, গোপা পাল মুক্তা, আয়েশা আক্তার লিলি, অনিতা দাস, তাপস কুমার সাহা, নিতাই দাস, সাইদুর রহমান বাবু প্রমুখ।
বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র : বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল ও পরিচিতি সভা গত ৪ এপ্রিল মঙ্গলবার ব্রুকলিনের কোম্পানিগঞ্জ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও হারুন অর রশিদ আল হারুন সিআইপির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান
সায়েম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, কবির রাজ্জাক, আহসান উল্লাহ বাচ্চু, সালেহ আহমেদ মানিক, মাঈন উদ্দিন মাহবুব, মানিক চেয়ারম্যান, মোজাম্মেল হোসেন সোহাগ, মোরসালিন হোসেন প্রমুখ।
সভায় বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রর ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি নাঈম টুটুল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহম্মেদ সালেহ রুমেল।
প্রধান অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম-নির্যাতন বন্ধ এবং কেয়ারটেকার সরকার পুনর্বহালের দাবি জানান। তিনি বলেন, জেল-জুলুম, মামলা-হামলা-নির্যাতন করে কোন স্বৈরাচারই টিকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ হিসেবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। দেশের জনগণ তা হতে দেবে না।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এই মাহফিল আয়োজিত হয়। এতে শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন।
সংগঠনের সভাপতি আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিসসহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবিদ আব্দুর রহমান ও আশেক খন্দকার শামীম, সাবেক সভাপতি ফরিদ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক কাগজ-এর সম্পাদক আফরোজা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলের শুরুতে নতুন প্রজন্মের কিশোর সাকিবুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এছাড়াও বিশেষ দোয়া পরিচালনা করেন আতিকুর রহমান আনিস।
শুভেচ্ছা বক্তব্য দেন ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবিদ আব্দুর রহমান ও আশেক খন্দকার শামীম। ধন্যবাদ জানান সভাপতি আব্দুল হাকিম। এ পর্ব পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু।
উই আর ফ্রেন্ডস : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি তরুণদের সংগঠন উই আর ফ্রেন্ডস-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিটির ওজন পার্কের একটি অভিজাত হল রুমে। ৫ এপ্রিল সংগঠনের কর্মকর্তা রেদোয়ান হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি ইব্রাহিম আহমদ ফয়জির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুক হক।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, ওজন পার্ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল নুর, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক মইনুল হক মাহবুব, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আলিম প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা রেজাউল আলম অপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুনেদ আহমদ, আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার কামাল চৌধুরী, সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুর নুর হারুন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোঃ তালহা, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সদস্য জামাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি এক্টিভিস্ট গোলাম মর্তুজা, সরোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, জহির উদ্দিন জুয়েল, হাসান আহমেদ, মোঃ কবির হোসেন, ফাহিম শাকিল অপু প্রমুখ।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ, ইউনুস আহমেদ, আকবর হোসেন, রেদওয়ান হুসেন, আয়নুল ইসলাম, জাবের আহমেদ, মামুনুর রশিদ, তাজেদুল ইসলাম, বাবর আহমেদ, কামাল আহমেদ, মাহমুদুর, আসর মোল্লাসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা তরুণদের এই সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন, এই সংগঠনের মাধ্যমে যাতে তারা জনহিতকর কাজে নিজেদের নিয়োজিত রাখে। তারা বলেন, বিশেষ করে এই প্রবাসে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যাতে পথভ্রষ্ট হয়ে বিপথগামী না হয় তাদেরকে এই ধরনের সংগঠন বিভিন্ন এক্টিভিটিসের মাধ্যমে সহযোগিতা করতে পারে। এছাড়াও ফেলে আসা প্রিয় মাতৃভূমির বিভিন্ন দুর্যোগ দুর্দিনে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় তারা যেন হাত বাড়ায়।
লক্ষ্মীপুর জেলাবাসী : যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে গত ১০ এপ্রিল সোমবার অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্রে অবস্থিত লক্ষ্মীপুরবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন, সুলতান আহমেদ বাবুল, মো. হোসেন, তছলিম উদ্দিন খান, মোহাম্মদ আলী, মো. দেলোয়ার হোসেন, মাঈন উদ্দিন চৌধুরী কিরণ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আলমগীর মোল্লা, নূরনবী মিয়া, আরমান চৌধুরী, মো. বেল্লাল, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, মো. মিন্টু, মোস্তাফিজুর রহমান, মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, মাহ্ফুজুর রহমান, আব্বাসউদ্দিন সুজন, মো. কামাল, মো. বেলাল হোসেন, মো. মতিউর রহমান, মো. রাজু, এনায়েত হোসেন জনি, বাপ্পি ওমর, শাহাজান পাটাওয়ারী, মো. মাছুম, শ্যামল চন্দ্র নাথ, সামিউল ইসলাম, মুনসুর উদ্দিন আহমেদ ,জসিম উদ্দিন প্রমুখ।
আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৮ এপ্রিল শনিবার আমেরিকান অ্যাাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট (এএবিইএ)-এর নিউইয়র্ক চ্যাপাটারের উদ্যোগে জ্যামাইকা হিলসাইডে ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের মালিকানাধীন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকটের নিউইয়র্ক চ্যাপ্টার প্রেসিডেন্ট এসকে আমজাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিংকন।
বাংলাদেশ, রাশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পাশ করা বাংলাদেশি বংশোদ্ভুত প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার, আমন্ত্রিত অতিথি, সংগঠনের অধিকাংশ নেতা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সাবেক প্রেসিডেন্টদের মধ্যে আব্দুস সালাম আজাদ, মাহমুদুজ্জামান রুমি, শামীম আহসান জুয়েল, শামসুল ইসলাম সিদ্দীক উপস্থিত ছিলেন।
শুরুতে বর্তমান সংসদের সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ অর্ণবের ইসলামী গজল পরিবেশনে এক ভাবগম্ভীর্য পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে উপস্থিত সবার পরিচয় পর্ব শেষে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট শামীম আহসান জুয়েল, শামসুল ইসলাম সিদ্দিক, মাহফুজুল হক, বর্তমান প্রেসিডেন্ট খান শরীফ ও কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের আগে সবার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন প্রকৌশলী ইকবাল। ইফতার মাহফিল স্পন্সর করেন কুইন্স সোশ্যাল এডালট ডে কেয়ারের কর্ণধার ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।
নড়াইল জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন : নড়াইল জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউইয়র্ক’র বার্ষিক ইফতার মাহফিল গত ৭ এপ্রিল শুক্রবার ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে। লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আয়োজিত ইফতার মাহফিলে শতাধিক নড়াইলপ্রবাসী তাদের পরিবারের সদস্যসহ অংশ নেন।
সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা শরিফ কামরুল আলম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন, উপদেষ্টা এসএম কামাল হোসেন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। একে একে মঞ্চে এসে নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরেন। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা শরীফ কামরুল ইসলাম হীরা। ইফতার শেষে মাগরিবের নামাজের পর ডিনার পরিবেশন করা হয়।
স্টারলিং ফার্মেসি, ডাইনামিক অ্যাকাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্রঙ্কসের স্টারলিং ফার্মেসি, ডাইনামিক অ্যাকাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস-এর আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ইফতার মাহফিলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের নিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন স্টার্লিং ফার্মেসি, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস-এর সিইও এবং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি। তিনি এ সময় তাদের প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের খতিব মাওলানা উবায়দুল হক।
ইফতারের আগে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামানসহ প্রতিযোগিতার বিচারকদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির পিতা, বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, আয়োজক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওহাব চৌধুরী জামি, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কর্মকর্তা আবিরসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বলাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস : বলাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইন্কের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৩ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. সাইফুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশিক এলাহী। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি ও নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলাকার সদস্যদেরকে ধন্যবাদ জানান এবং সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি মোহাব্বত আলী আকন্দ এবং বগুড়া সোসাইটির বর্তমান ও নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। উপস্থিত ছিলেন মো. গোলাম কিবরিয়া (প্রধান), মো. আলী বাপ্পি, মো. এ মুমিত মাসুদ, মো. এম রহমান মাহবুব, মনির হোসেন, মো. মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মীর সাইদুজ্জামান সাঈদ, সহ-সভাপতি আলী আশরাফ লিটন, সাধারণ সম্পাদক আশিক এলাহী, সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, অর্থ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর এইচ সরকার, প্রচার সম্পাদক মো. জসীম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আজহারুল ইসহাক খোকা, আবুল বাসার মিলন, ওয়াজেদ আহমেদ, মো. হারুন-উর রশিদ, টাঙ্কু এ রহমান, মো. শাহাদৎ হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সভাপতি মো. এ মুমিত মাসুদ। আপ্যায়নের দায়িত্বে ছিলেন সদস্য আব্দুল মালেক সানি।
সাজুফতা সাহিত্য ক্লাব : ব্রঙ্কস থেকে ছন্দা বিনতে সুলতান জানিয়েছেন, গত ৯ এপ্রিল রোববার ব্রঙ্কসের স্টারলিংয়ে অবস্থিত এশিয়ান পার্টি হলে সাজুফতা সাহিত্য ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বিকাল থেকেই নিউইয়র্ক এবং নিউজার্সি থেকে আগত অতিথিরা অনুষ্ঠানস্থলে সমবেত হন।
ইফতার পার্টিতে ছিল আলোচনা, হামদ-নাত পরিবেশন, দোয়া এবং মোনাজাত, ছিলো সুস্বাদু খাবার পরিবেশন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ইলিয়াছ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাজুফতা সাহিত্য ক্লাবের পরিচালক জুলি রহমান, কবি ও বিজ্ঞানী দলিলুর রহমান, কবি ও আবৃত্তিকার ফারুক আজম, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, কবি রওশন হাসান, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। হামদ ও নাত পরিবেশন করেন শিল্পী নাসরীন চৌধুরী, কবি রওশন হাসান ও কবি কামরুন নাহার রীটা। কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তিকার ফারুক আজম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজা আব্দুল্লাহ।
মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোন : গত ৭ এপ্রিল শুক্রবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোন আয়োজিত ইফতার মাহফিলে সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নেতৃবৃন্দসহ নতুন প্রজন্মের ছেলেরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, এনওয়াইপিডির সাবেক ডেপুটি কমিশনার জোসেফ রামোস, এনওয়াইপিডির ডেপুটি ডিরেক্টর ফর ইয়ুথ সার্ভিসেস এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যাল্ডেন ফস্টার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের কর্মকর্তারা বলেন, সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নেতাদের কাছ থেকে কিছু শোনার জন্যই মূলত নিউইয়র্ক সিটির যুবকরা এখানে সমবেত হয়েছে। ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের ছেলেরা। আয়োজকদের পক্ষ থেকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সুস্বাদু ইফতার পরিবেশনের জন্য গোল্ডেন প্যালেসকে বিশেষ ধন্যবাদ জানান হয়।
মুনা নর্থ ইস্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টার : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ ইস্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের উদ্যোগে গত ৭ এপ্রিল মুক্রবার স্থানীয় পিপলস হেভেন হল রুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুনা নর্থ ইস্ট সাব চ্যাপ্টার সভাপতি শরীফ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আকছার মুহাম্মদ জুনেদের পরিচালনায় সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল বাছিত।
ইফতার মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন আদিল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও দাওয়ার ডিরেক্টর ফরহাদ চৌধুরী তায়েফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির মাসজিদ আল হেরার ইমাম ও খতিব মাওলানা আজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুনা ইস্ট জোনের এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা সোহেল আহমদ, মুনা পেনসিলভানিয়া সাউথ চ্যাপ্টারের সভাপতি বেলাল মিয়া ও সেক্রেটারি নোমান ছিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন মুনা ওয়েস্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের সভাপতি হাফিজুর রহমান, আবু বকর, মহিউদ্দিন, নর্থ ইস্ট সাব চ্যাপ্টারের বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাহেদ হোসাইন, মনজুর আহমদ, ইফতেখার ফাহাদ, ফজলুর রহমান, মাহতাব জায়গীরদার, জামাল আহমদ।
জালালাবাদ সোসাইটি অব মিশিগান : জালালাবাদ সোসাইটি অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল শনিবার হ্যামট্রামেক সিটির কাবাব হাউজে সোসাইটির ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব রহমানের পরিচালনায় ইফতার-পূর্ববর্তী আলোচনা সভা সম্পন্ন হয়। পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
আওয়ামী ফোরাম : বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউ এস এ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ৪ এপ্রিল এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হারুন আর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামি লীগের সভাপতি বিশিষ্ট রাজনিতিবিদ ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম প্রথম সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা আজাদ, বিশিষ্ট সাংবাদীক ও নারী নেত্রী নিনি ওয়াহিদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের কোষাধ্যক্ষ মোঃ হিরা, নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি এম আর সেলিম, আবুল কাশেম ভূঁইয়া, নরসিংদী জেলা সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভৌরব সমিতির সভাপতি বেলাল হোসেন, নরসিংদী সরকারি কলেজ এলমনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলহাজ্জ সহন ভূঁইয়া, এক্টিভিষ্ট তাহমিনা নূপুর, জিনিয়া ভূঁইয়া, আওয়ামিলীগ নেতা শ্যামল ক্রান্তি দাস, ইকবাল কবির, মোঃ মনির হোসেন, শেখ নাসির উদ্দীন, আ: জাব্বার সিদ্দিকি ও ফারুক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পূর্ব মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আওয়ামী ফোরামের উপদেষ্ঠা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবুল বাশার মিলন, আজহারুল ইসহাক খোকা, সহিদুল ইসলাম ভূঁইয়া, সবিতা দাস। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।