ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। এ সময়ে যা করতে পেরেছেন তাতে তিনি বেশ সন্তুষ্ট। নিউইয়র্ক সিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার অঙ্গীকার পূরণে ভবিষ্যতে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।
এরিক অ্যাডামসের ভাষ্য : আমার প্রশাসনের এক বছরে নিউইয়র্ক সিটি হয়েছে আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর। আমরা অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য ৩৬০-ডিগ্রি পদ্ধতি অনুসরণ করছি যাতে আমাদের সম্প্রদায়গুলোতে বিনিয়োগ করার কৌশল এবং চমৎকার পুলিশিং উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।
এনওয়াইপিডি গান ভায়োলেন্স দমন ইউনিট ও ভায়োলেন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ব্যুরোর দুই বছরের অক্লান্ত প্রচেষ্টা ও সমন্বয়ের জন্য ধন্যবাদ। ১৪ ফেব্রুয়ারি আমরা কুইন্সে হত্যার ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, বেপরোয়া বিপদ ও অস্ত্র রাখায় ২৩ জন গ্যাং সদস্যের বিরুদ্ধে ৮৫-কাউন্ট অভিযোগ ঘোষণা করেছি। এর আগে আটজন অস্ত্র নিয়ে গুলি চালিয়েছিল। তাদের অন্যের জীবন বা নিরাপত্তার প্রতি কোনো গুরুত্ব ছিল না।
অ্যাস্টোরিয়া হাউস এবং উডসাইড হাউসের আশপাশে সংঘটিত ১৮টি গোলাগুলির ঘটনাকে অভিযুক্ত করা হয়েছে। গ্যাং সদস্যরা দিনদুপুরে একটি আইসক্রিম ট্রাকের পাশের প্রাঙ্গণ ও খেলার মাঠে গুলি ছুড়েছিল। এতে একজন নিরীহ পথচারী আহত হয়। সোশ্যাল মিডিয়ায় বাদানুবাদ এবং র্যাপ ভিডিওর হুমকিকে কেন্দ্র করে এই বিবেকবর্জিত সহিংসতার ঘটনা ঘটে। অনলাইন কার্যকলাপ বাস্তব জীবনে ছড়িয়ে দেয় বাস্তব পরিণতি। আমি আগেও বলেছি : গ্যাং প্লাস গান সমান কবর। দৈনন্দিন জীবনে চলার সময় তাদের জীবনের জন্য কাউকে ভয় পাওয়ার দরকার নেই। খেলার মাঠে খেলা করা বা কোনো প্রাঙ্গণে আইসক্রিম কেনার সময় বাচ্চাদের নিরাপত্তার জন্য কারও ভয় পাওয়ার দরকার নেই।
অভিযোগ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা এনওয়াইপিডির ইউনিট এবং কমিশনার সিওয়েলের পাশাপাশি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজের অফিসের কাছেও কৃতজ্ঞ।
আমার লক্ষ্য হলো অপরাধ মোকাবেলায় রাস্তা থেকে অস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তিদের সরিয়ে নেয়ার ব্যাপারে সক্রিয় হওয়া। সেইসাথে সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে চাকরি, শিক্ষা এবং সহিংসতা প্রতিরোধ কর্মসূচির মতো বিকল্প সমাধান প্রস্তাব করা। এটিই হলো হস্তক্ষেপ এবং এটিই হলো প্রতিরোধ।
আমাদের এই প্রচেষ্টা ফল দিচ্ছে। ছয় প্রান্তিকের মধ্যে প্রথমবারের মতো গত ত্রৈমাসিকে গোলাগুলি কম হয়েছে, খুন ও বড় অপরাধ কমেছে। ১৯৯৮ সাল থেকে আমাদের সর্বোচ্চ হত্যার ছাড়পত্রের হার এবং বিগত ৩২ বছরে তৃতীয় সর্বোচ্চ ছাড়পত্রের হার রয়েছে। এ বছর এখন পর্যন্ত গোলাগুলি ২০.৯ শতাংশ কম হয়েছে এবং ১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে আমরা প্রায় ৯০০টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছি।
এটা কাকতালীয় কোনো ঘটনা নয়। ডেটা-চালিত এনফোর্সমেন্ট পরিকল্পনা এবং এনওয়াইপিডি পাঁচটি বরোর গুরুত্বপূর্ণ মহল্লাগুলোতে টহল বাড়ানোর জন্য বিদ্যমান সংস্থানগুলোকেও ব্যবহার ও সনাক্তকরণ প্রচেষ্টা যে জোরদার করেছে তারই একটা কৌশলগত ফলাফল এই সংখ্যাগুলো। আমরা অনেক দেরি করে ফেলেছি। এরই মধ্যে অস্ত্রগুলো ভুল হাতে পাওয়া গেছে। তাই আমরা মানসিক স্বাস্থ্যসেবা, শিশু যত্ন, সাশ্রয়ী মূল্যের আবাসন এবং পার্কগুলোর মতো কমিউনিটি সেবা ব্যবস্থাগুলোতেও বিনিয়োগ করছি। এসব মৌলিক প্রয়োজনীয়তা সমাধান করা অপরাধ ও দুর্ভোগের মূল কারণগুলো সমাধানের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায়, নিউইয়র্ক সিটি অপরাধীকরণের এই ধরণের সেবায় দেশের প্রায় প্রতিটি বড় শহরের তুলনায় বেশি ব্যয় করে।
একটি নিরাপদ শহর তৈরি করার জন্য চমৎকার পুলিশিং এবং আশা-সুযোগ প্রদান ও সবচেয়ে দুর্বল নিউইয়র্কবাসীর চাহিদা পূরণ করে এমন একটি সহায়তা ব্যবস্থার প্রয়োজন। আমাদের প্রশাসন ব্যাপকভাবে অপরাধ মোকাবেলা এবং সবার জন্য আরও নিরাপদ নিউইয়র্ক তৈরি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।