ঠিকানা রিপোর্ট : ব্রঙ্কস কমিউনিটি প্ল্যানিং বোর্ড ৯ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। ১৫ জুন অনুষ্ঠিত বোর্ডের সাধারণ সভায় তাকে এই নিয়োগ দেওয়া হয়। নিউইয়র্র্ক সিটির ৫৯টি বোর্ডের মধ্যে এন মজুমদারই প্রথম কোনো বাংলাদেশি, যিনি কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন।
এন মজুমদার ২০১০ সাল থেকে বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেন। তিনি ল্যান্ড অ্যান্ড জোনিং কমিউনিটি চেয়ারম্যান, ফার্স্ট ভাইস চেয়ারম্যান ও কমিউনিটির সুদীর্ঘকালের বন্ধু হিসেবে পরিচিত। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান ও স্বীকৃতিস্বরূপ তিনি বহু উপাধি তথা কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও বহু প্রক্লেমশন পেয়েছেন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এন মজুমদারকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। ২০১৬ সালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লেম্যান কলেজে বিপি ডায়াজ কর্তৃক তাকে সম্মানিত করা হয়। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে তার জনহিতকর কাজের জন্য এক পরিচিত নাম।
কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঠিকানাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এন মজুমদার বলেন, এলএলএম কমিউনিটি প্ল্যানিং বোর্ড-৯ এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি ভীষণ খুশি। এককথায় বলব এক্সিলেন্ট। আমি প্রথম বাংলাদেশি হিসেবে এ ধরনের একটি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছি। এই গৌরব ও সফলতা আমার একার নয়, এটি সবার। আমি এর সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশি কমিউনিটির সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, এই বোর্ডের চেয়ারম্যান হওয়ায় এখন অনেক বড় পরিসরে কাজ করতে পারব। অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে পারব। বরো অফিসসহ বিভিন্ন অফিসে বিভিন্ন বৈঠকে আমার আলাদা চেয়ার ডেস্ক থাকবে। একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে আমার কমিউনিটিকে যে রিপ্রেজেন্ট করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার।
মোহাম্মদ এন মজুমদার এলএলএম অভিবাসী অধিকারের পক্ষে একজন আইনজীবী, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব এবং ব্রঙ্কস ও নিউইয়র্ক স্টেটের অভিবাসী ও সংখ্যালঘুদের ক্ষমতায়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস, স্টেট সিনেটর নাটলিয়া ফার্নান্দেজ, সিএম আমান্ডা ফারিয়াস এবং স্থানীয় অন্যান্য নির্বাচিত কর্মকর্তার সঙ্গে কাজ করছেন। নিউইয়র্কে তিনি সিভিল সার্ভিস কেস কর্মী হিসেবে চেজ ব্যাংক এবং এনওয়াইসি হিউম্যান রিসোর্সে কাজ করেছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে ম্যানহাটনের একটি আইন সংস্থায় কাজ করেছেন। এন মজুমদার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং প্রবাসী বাংলাদেশিদের নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে ব্যাপকভাবে জড়িত। তিনি নিউইয়র্ক এবং বাংলাদেশে অনেক সংস্থা ও প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি এবং মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি সেন্ট্রাল ব্রঙ্কসের রোটারি ক্লাবের সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। রোটারিতে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি পল হ্যারিস ফেলোসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
এন মজুমদার বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং আইন ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি ২০০৭ সালে নিউইয়র্ক ট্যুরো ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। তার স্ত্রীর নাম রেক্সোনা মজুমদার। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে নাসরিন একজন ইমিগ্রেশন অ্যাটর্নি এবং ছেলে রাশেদ ব্রঙ্কসের সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি গত ১৫ জুন খলিল বিরিয়ানির হালাল চাইনিজে এক আনন্দ সমাবেশের আয়োজন করে। এতে মোহাম্মদ এন, মজুমদার ছাড়াও কমিউনিটি নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তাকে কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।