কম্যুনিটিতে চলছে ইফতার উৎসব

ঠিকানা রিপোর্ট : কম্যুনিটিতে জমে উঠেছে ইফতার উৎসব। প্রতিদিনই থাকছে নানা রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল। এসব মাহফিলে ইফতার-পূর্ব আলোচনায় রমজানের তাৎপর্য তুলে ধরা হয়। সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়াও করা হয়।
প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি
যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসের অন্যতম উল্লেখযোগ্য সংগঠন, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল। গত ৩০ মে বুধবার উডসাইডের গুলশান টেরেসে (সাবেক ঢাকা ক্লাব) এই মাহফিল অনুষ্ঠিত হয়। আবুল কাশেমের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মো. সাইফুল বারী শফি। অনুষ্ঠানে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী সিরাজগঞ্জবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইফতার মাহফিলকে সার্থক করে তোলেন।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কাজী মোজাম্মেল হক রমজানের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত বয়ান দেন। এবং প্রবাসী সিরাজগঞ্জবাসী ও বিশ্ব মুসলিম জাহানের শান্তি ও সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ আলামিন, এরশাদুল হক রোকনী, রংপুর জেলা সমিতির সভাপতি আসেফ বারি টুটুল, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, আলহাজ এমএ রহমান বুলু, আব্দুর রউফ তালুকদার, মোহাম্মদ আব্দুর রউফ লেবু, মমিনুর রহমান, উত্তম কুমার সাহা, রাশেদ মান্নান ফয়সাল, হুমায়ন তালুকদার, রেজাউল বারী, দেবব্রত সাহা, এজাজ ইবনে হামিদ, জহিরুল ইসলাম সুজন, জুলফিকার আলম ভুট্ট, গোলাম হায়দার খোকা, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোহাম্মদ আতাউল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, মমিনুর রহমান মমিন, মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ সাইফুল ইসলাম আজান পরিবেশন করেন।


যুক্তরাষ্ট্র যুবলীগ
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, মাদক নির্মূলসহ সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৩ জুন রোববার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক হেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিমুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাপপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ সভাপতি আবুল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন ও মো. সেবুল মিয়া, ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি নুরুল আহিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নুরুল ইসলাম, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহীন কামালি, রেজা আব্দুল্লাহ, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সহ সভাপতি ফরহাদ হোসেন, মামুন সরকার, অলিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খান, ক্রীড়া সম্পাদক শাবলু মিয়া, নিউইয়র্ক মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হসেন, ব্রঙ্কস যুবলীগ সভাপতি সিপু চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মুজিবুর রহমান, ম্যানহাটান যুবলীগ সভাপতি আজমান আলী, দীন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা বাংলাদেশের কোথাও স্থান পাবে না। মাদক নির্মূলসহ সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রবাসী যুব সমাজকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুবলীগ কর্মী তৎপর।
ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।


নিউইয়র্কে অ্যাসাল’র কুইন্স চ্যাপ্টার
নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল। গত ১ জুন শুক্রবার জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি ইলেকশন কমিশন মেম্বার মাজেদা এ উদ্দিন, অ্যাসাল’র উইমেন্স কমিটির প্রধান শাহানা বেগম, ভাইস প্রেসিডেন্ট শাহ আহমেদ ও ওমর ফারুক, অ্যাসাল’র ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক, সেক্রেটারী মোজাম্মেল হোসেন মুরাদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন প্রমুখ।
অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে মানব সেবার বিভিন্ন দিকসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম এবং আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের প্রতিটি নির্বাচনে ভোট দিতে হবে”। তিনি এসময় অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমানের জর্জিয়া স্টেট সিনেটর পদে আগামী ১১ জানুয়ারী অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে আমন্ত্রণ জানান।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।

সম্মিলিত বরিশাল বিভাগবাসী
গত ২ জুন শনিবার সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইন্কের ইফতার ও দোয়া মাহফিল জ্যাকসন হাইটসের খামারবাড়ী চাইনিজ রেস্টুুরেন্টে সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলতাফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, মঞ্জুর মোর্শেদ, ইফতার কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন, সদস্য সচিব খন্দকার জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিঠু, নুরুজ্জামান, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি কাজী জামান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন শরছিনা পীর ছাহেব মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, আরো বয়ান করেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল্লা।
ইফতার অনুষ্ঠানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপির প্রচুর নেতাকর্মী, সংগঠনের সদস্যবৃন্দসহ প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সোসাইটি জেবিবি হিউম্যান রাইটস, প্রবাসী কল্যাণ সমিতি, বরগুনা জেলা সমিতি, ঝালকাটি জেলা সমিতি, পটুয়াখালী জেলা সমিতি, ভোলা সমিতি, নেত্রকোনা, জকিগঞ্জ, নারায়নগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ইলিট্রিক মিডিয়া ও বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও বৃহত্তর বরিশাল বিভাগীয় ৬টি জেলার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌহাদ্যপূর্ণ এক উজ্জ্বল ভ্রাতৃ বোধের প্রমাণ রেখেছেন।
পরিশেষে আহ্বায়ক সহ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আগামী ২ জুলাই বার্ষিক বনভোজনের অনুষ্ঠানে আমন্ত্রণ রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ইফতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


সিভিল সার্ভিস সোসাইটি
নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো ২ জুন, শনিবার জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে। নিউইয়র্ক সিটি স্টেট ও ফেডারেল কর্মকর্তাদের শতাধিক পরিবার এতে অংশ গ্রহণ করে। সোসাইটির সভাপতি আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক ডা: নাফিসুর রহমান রোজাদারদের স্বাগত জানান।
ইফতারের আগে কর্মকর্তাবৃন্দ তাঁদের পরিবার পরিজন সহ আমন্ত্রিত অতিথিদের সাথে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন। সপরিবারে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ও নির্বাহী পরিষদের এ মোমেন ভুঁইয়া, আজহার আলী খান, হানিফ মজুমদার, সুজাউদ্দিন মোল্লা, মোঃ আবদুল্লাহ, রীনা সাহা, মোঃ সানু, মাহবুব কবীর, আরিফ আহমেদ অর্ণব, সৈয়দ মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সাইফ খান, মিজানুর রহমান, জাহাংগীর আহমেদ রুবেল, বেগম রহীমা, আনোয়ার পারভেজ, মোঃ শফিকুল ইসলাম, আবুহেনা কামাল, আবু তাহের সুলতান, রবিউল হাসান প্রমুখ।
আবাসন ব্যবসায়ী আনোয়ার হোসেন অতিথি হয়ে অংশ নেন।
আগামী ২১ জুলাই, শনিবার, হেকশের স্টেট পার্কে অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ইফতার মাহফিল শেষ করা হয়


বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন : গত ২৭ মে, রোববার, জ্যাকসন হাইটসের হাট বাজার পার্টি হলে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল জলিল তিতুমির। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ওমর ফরুক রিপন ও নূরে আলম। মঞ্চে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টাদের মধ্যেÑ চিত্তরঞ্জন, খারশেদ আলম মেম্বার, সাইফুল আলম শাহীন, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, সামসুদ্দীন আহমেদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, কামাল উদ্দিন, নুর আহমদ, কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মাহফিলে রমজানের গুরুত্ব তুলে ধরে মাওলানা হামিদুর রহমান আশরাফ বলেন, রমজান সিয়াম সাধনার মাস। রোজা আমাদেরকে তাগুতী শক্তি পরিহার করে আল্লাহভীতির শিক্ষা দেয়। বর্তমানে মুসলমানদের ঈমানি দুর্বলতার সুযোগে তাগুতী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি বলেন, যারা রমজান মাস পেলো অথচ গুনাহ মাফ নিতে পারলো না, তারা সত্যিই হতভাগা। এ মাসের বাকি দিনগুলো সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি আল্লাহর ইবাদতের তাগিদ দেন তিনি।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা এমকে রহমান মাহমুদ। মাহফিলের সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মজুমদার, সহ-সভাপতি তপন বণিক, কামরুন্নাহার রিনা, মঞ্জুর রহমান, জসিম উদ্দিন, কোহিনুর আক্তার জলি, সহ-সাধারণ সম্পাদক সুজন সাহা, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান দাউদ, প্রচার সম্পাদক মো. মিরান খান, মহিলা সম্পাদিকা সুষমা সিংহ হ্যাপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইউছুফ মজুমদার, অফিস সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রবিউল হোসেন রুবেল; কার্যকরী সদস্য- আবুল কালাম ভূঁইয়া, সাইফুল আলম শাহীন, এবিএম হুমায়ন কবীর, দুলাল চন্দ্র সিংহ, মীর হোসেন ভূঁইয়া, হুমায়ুন কবির শাহীন, মো. মাসুদুল ইসলাম।
ইফতারের পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।


বলাকা ওয়েল ফেয়ার : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আল্লাহর অশেষ রহমত কামনার মধ্য দিয়ে গত ২১ মে, সোমবার, বলাকা ওয়েল ফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইন্ক-এর উদ্যোগে এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজহারুল ইসহাক খোকা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মীর সাইদুজ্জামান এবং সঞ্চালনায় সহযোগিতা করেন আহবায়ক মো. মনিরুল ইসলাম মনির।
সাধারণ সম্পাদক ইফতার অনুষ্ঠান শুরুতেই অতিথি, উপদেষ্টাম-লী, কার্যকরী কমিটি ও সদস্যদেরকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
রোজার ফজিলত ও ইফতারের রহমত নিয়ে আলোচোনা করেন মাওলানা ফায়েক উদ্দিন। সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ ও ইফতার শুরুর আগে মোনাজাত এবং সব সদস্য ও তাদের পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের সুস্থতা কামনা করে তিনি দোয়া করেন। সদস্য সেলিম ইকবালের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষেও দোয়া করা হয়।
সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত দেখে আমি সত্যি খুব আনন্দিত ও গর্বিত। আমরা একে অন্যের, তথা মুসলিম বিশ্বের সবার জন্য দোয়া করি এবং আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তা ভুলে গিয়ে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়াই হোক আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা ও সংগঠনের মুরুব্বি মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সেলিম মালিক সর্দার, সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলী বাপ্পি, সাবেক সভাপতি মো. এ মুমিত মাসুদ, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. এমএম রহমান মাহবুব, উপদেষ্টা শাহীন হাসনাত, উপদেষ্টা আশরাফ আলী লিটন, সাবেক উপদেষ্টা রুশো আহমেদ, মো. ফিরোজ শাহ, সিনিয়ার সহ-সভাপতি মো. আবুল জোয়ারদার লিটন, নাসির উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আহমেদ, অর্থ সম্পাদক মো. আর করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস আলম; কার্যকরী সদস্য- আবুল বাসার মিলন, মো. মাহবুবুল হক হানিফ, মো. কাইয়ুম এবং উপস্থিত সদস্য মো. জসিম উদ্দিন, সঞ্জীব কুমার দাস, শামীম, ওয়াজেদ কাজী, মো. ইসলাম সেন্টু, কামরুল ইসলাম, জিয়াউল হক, মুজিব, মো. রেজাউল করিম, আলম, মিতু, আশফাকুল আশিকিন, মো. হারুন আর রশিদ, মো. রবিউল্লাল রবি, নজরুল।
অনুষ্ঠানের তত্ত্ববধানে ছিলেন আহ্বায়ক মো. মনিরুল ইসলাম মনির। সার্বিক তত্ত্বাবধান ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন মালে হাকিম সানি।
আহ্বায়ক সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। অর্থ সম্পাদক অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেও অনেকের কাছ থেকে বাৎসরিক চাঁদা সংগ্রহ করেন।
শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলের পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


ইয়েলো সোসাইটি, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইন্কের উদ্যোগে গত ২৯ মে, মঙ্গলবার, উডসাইডের গুলশান টেরেসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দু’পর্বে সাজানো মাহফিলের শুরুতে ছিলো, লং আইল্যান্ডে সদ্য ক্রয়কৃত করবস্থানের বরাদ্দ প্রদান। সংগঠনের সহ-সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাব ও কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশনের সার্বিক সহযোগিতায় উপস্থিত সদস্যদের মধ্যে দেড় শতাধিক কবরের জায়গা বুকিং প্রদান করেন।
দ্বিতীয় পর্বে ছিলো ইফতার মাহফিল। সোসাইটির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সোসাইটির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত ও বাংলাদেশ, তথা বিশ্বশান্তি কামনা করে দোয়া করা হয়।
সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ দুই শতাধিক লোকের উপস্থিতিতে মাহফিল ছিলো ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ। সোসাইটির সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ আলম, আব্দুল আউয়াল ভূঁইয়া, আব্দুস সালাম, আখলাকুর রহমান আপন, বুলু মিয়া, রেজা খান ডালু, শহীদুল্লাহ খান মানিক, গোলাম মহিউদ্দিন, জাহিদুল ইসলাম প্রমুখ।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, যুগ্ম-কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক একেএম মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল; সদস্য- মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব, মাহবুব হোসেন প্রমুখ।
সবশেষে সভাপতি মো. জহিরুল ইসলামের আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি : গত ২৭ মে, রোববার, ব্রুকলিনের রাঁধুনী রেস্টুরেন্টে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্-এর ইফতার মাহফিল আয়োজন করা হয়। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর এ সরকার।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবারের পীর মাওলানা মো. সাইফুল্লাহ সিদ্দিকী।
মাহফিলে কম্যুনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ ডা. মো. এনামুল হক, হাজী আলী আক্কাস, হাজী শাহ আলম ভূঁইয়া, মামুন মিয়াজী, মো. ফখরুল ইসলাম মাছুম, গোলাম মহিউদ্দিন, প্রফেসর মনির খান, হাজী পেয়ার আহমেদ, ডা. আলী আহমেদ, দলীলুর রহমান, ইয়ার আহমেদ পাটোয়ারী, মাওলানা অলি উল্লাহ, মো. আতিকুর রহমান, মো. জাহাঙ্গীর ভূঁইয়া, মো. জাকির হোসেন, মো. আক্তার হোসেন, মো. আবু বক্কর, মো. জামিল, মো. জসিম, মো. রুহুল আমিন মোল্লা, মো. হান্নান, মো. আলম, মো. সালাম, মো. সালাউদ্দিন, মো. মামুন, মো. জিল্লুর রহমান, মো. মাহাবুব, মো. মামুন, মো. তুহিন, আবু মুছা, কবির হোসেন অভি, মাজহারুল মজুমদারসহ আরো অনেকে।
প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতিতে ইফতার মাহফিল বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন হাজী হাতেম আলী মারোয়ান, সদস্য সচিব বাছেদ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী হাজী মো. ইসমাইল মিয়া।
মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি খবিরউদ্দিন এ ভূঁইয়া, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, সহ-সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, কোষাধ্যক্ষ বাছেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল খান; কার্যকরী সদস্য- মো. ইউনুস সরকার, হাতেম আলী মারোয়ান, মো. নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, মো. মনিরুল আলম দিপু।
মাহফিল সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি : আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী জানান, গত ২৯ মে, মঙ্গলবার, বাংলাদেশি-আমেরিকানদের পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহেরা মসজিদের খতিব ড. রুহুল আমিন।
সাউথ জার্সিতে বসবাসরত বৃহত্তর সিলেট জেলার প্রবাসীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা ইফতার মাহফিলে যোগ দেন। নৈশভোজ পরিবেশনের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. আলী এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ ইফতার মাহফিলে যোগদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ ল’ সোসাইটি
গত ২৮ মে, সোমবার, জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এডভোকেট কাজী শামসুদ্দোহার সভাপতিত্বে ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য ও মাহাত্ম নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন- অ্যাডভোকেট এমাদ উদ্দিন, অ্যাডভোকেট মঈনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, এ্যাটর্নি হাসান মালিক, অ্যাডভোকেট মজিবর রহমান, অ্যাডভোকটে শাহ মো. বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ. রশিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, ল’সোসাইটির সহ-সভাপতি অ্যাডভেকেট এসএম ফেরদৌস, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট ওয়াজী উল্লাহ, অ্যাডভোকেট মিয়া মো. জাকির, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্শেদী জামান, উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আলী বাবুল, সাবেক নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তালুকদার এবং প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল। সমাপনী বক্তব্য রাখেন ল’ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক আইনজীবী সপরিবারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোসাইটির সদস্য অ্যাডভোকেট মো. আশিক আহম্মদ খান।


ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ
লসএঞ্জেলেস প্রতিনিধি : ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১ জুন লস এঞ্জেলেসের কাইজার হাসপাতাল এলাকার সাইন্টোলজি মিলনায়তনে। এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ। আগতদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা রবি আলম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রকৌশলী মোহাম্মদ টিটু, সঞ্চলনা করেন সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল ও আলী আহমেদ ফারিশ। ইফতার মাহফিলে আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব লীগের নেতাকর্মি ছাড়াও কমিউনিটির অনেক লোকজন যোগাদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব টিপু। আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১৯ জুন নিবারহুড কাউন্সিল প্রতিষ্ঠার হ্যাঁ/ না ভোটে অংশ নিয়ে “হ্যাঁ” ভোট প্রদান করে বাংলাদেশিদের স্বপ্ন পূরণে সহায়তা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।