কম পারিশ্রমিকে কাজ করব না : সামান্থা

ঠিকানা অনলাইন : দক্ষিণী অভিনেত্রী সামান্থা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে তুমুল আলোচনার জন্ম দেন। বলা চলে, এরপর থেকেই তার অভিনয় জীবনের মোড় ঘুরে গেছে। একের পর এক নতুন সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে নতুন সিনেমার সংখ্যার পাশাপাশি তার ঝুলিতে বাতিল করা সিনেমার সংখ্যাও বাড়ছে!

জানা গেছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’ সিনেমায় কাজ করার প্রস্তাব আসে, কিন্তু তা প্রত্যাখ্যান করেন সামান্থা। সিনেমাটির নির্মাতা কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। কিন্তু পারিশ্রমিক সমস্যার কারণে সিনেমাটি বাতিল করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির জন্য সামান্থাকে আড়াই কোটি টাকার প্রস্তাব করেছিলেন নির্মাতা। তবে সামান্থা বলেছিলেন, ৪ কোটির কমে সিনেমাটি করবেন না। সেই সঙ্গে এ-ও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হলে সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না সামান্থা।

বলিউডে ৩৪ বছর পূর্ণ, নতুন সিনেমার নাম ঘোষণা সালমানেরবলিউডে ৩৪ বছর পূর্ণ, নতুন সিনেমার নাম ঘোষণা সালমানের
বিষয়টি নিয়ে সামান্থা গণমাধ্যমে বলেন, ‘আমাদের মাঝে কী ঘটেছে সেটা বলতে চাচ্ছি না। তবে একটু বলছি, কম পারিশ্রমিকে কাজ করব না। ক্যারিয়ারের এই সময়ে এসে তো ফ্রি কাজ করতে পারি না। আমাদেরও জীবন আছে, অর্থের প্রয়োজন আছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, পারিশ্রমিক মনের মতো না হলে চুক্তিবদ্ধ হবো না।’

উল্লেখ্য, শিগগিরই পর্দায় আসবে সামান্থার ‘যশদা’, ‘শুকুন্তলাম’ ও ‘খুশি’ সিনেমাগুলো।

ঠিকানা/এম