করোনাকালীন স্টাফদের বেতন-ট্যাক্স দিয়ে থাকলে ফেরত পাওয়া যাবে ইআরসি অর্থ

ঠিকানা রিপোর্ট : প্যান্ডামিকের সময়ে যেসব অফিস তাদের প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করেনি, ব্যবসায় লাভ করতে না পারলেও কিংবা আয় কম হলেও প্রতিষ্ঠানে কর্মরত স্টাফদের ডব্লিউ-২ তে বেতন দিয়েছে, সেসব ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট (ইআরসি) পাচ্ছেন। এই ক্রেডিট দিচ্ছে আইআরএস। এটি কেবল নিউইয়র্কের বেলায় নয়, সকল স্টেটের জন্যই প্রযোজ্য। এটি পাওয়ার জন্য আইআরএস বরাবর ব্যবসার মালিকদের আবেদন করতে হবে। কোন কোন প্রতিষ্ঠান ওই সময়ে বেতন দিয়েছে, এর প্রমাণ আইআরএসের কাছে রয়েছে। তাই নতুন করে এটি প্রমাণ করার প্রয়োজন হবে না। নিয়ম মেনে যারা স্টাফদের বেতন দিয়েছেন, আয়কর কেটে পরিশোধ করেছেন কোয়ার্টার বাই কোয়ার্টার এবং যারা ক্রেডিট পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করতে পারবেন, তারা যোগ্য হতে পারেন। এখানে নতুন কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময়ে যারা বেতন দিয়েছেন এবং কর্মরত স্টাফদের ট্যাক্স পেমেন্টের অর্থ জমা দিয়েছেন, তাদের সব তথ্য রয়েছে।
সূত্র জানায়, যারা প্যান্ডামিকের সময়ে কাজ করেছেন, ডব্লিউ-২ তে বেতন পেয়েছেন, ট্যাক্স ফাইল করেছেন, তাদের বিষয়ে আইআরএসের কাছে প্রমাণ রয়েছে। ফলে যোগ্য ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা ইআরসি সুবিধা পেতে পারেন। সে জন্য তাদেরকে আইআরএসের কাছে আবেদন করতে হবে। মূলত ২০২১ সালের ৩০ জুন থেকে ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত এই ক্রেডিট দেওয়া হচ্ছে।
আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ পেতে ১০-১২ মাস সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর বেশি সময়ও লাগতে পারে। একজন এমপ্লয়ির জন্য মালিকপক্ষ কোয়ার্টারলি সাত হাজার ডলার পর্যন্ত পাবে। আইআরএস এ-সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করেছে।