ঠিকানা অনলাইন : করোনা মহামারির সুযোগ নিয়ে গুজব ছড়াচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস)। তাদের দাবি, পশ্চিমা দেশগুলো ও অমুসলিমদের শাস্তি দিতেই এই মহামারি সৃষ্টি করেছেন আল্লাহ।
সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো। বলা হচ্ছে, ‘করোনা আল্লাহর সৈনিক।’ ইউরোপের দেশ ও অবিশ্বাসীদের শাস্তি দিতে এই ভাইরাস পাঠিয়েছেন আল্লাহ।
এদিকে আরেক জঙ্গি সংগঠন ‘আল শাবাব’ দাবি করেছে, বিদেশি শত্রু ও তাদের সমর্থকেরাই করোনা মহামারির জন্য দায়ী।
ঠিকানা/এনআই