ঠিকানা অনলাইন : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।
তিনি জানান, আজিজুল হাকিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে অভিনেত্রী বন্যা মির্জাও বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনায় আক্রান্ত এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবিও আক্রান্ত। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।’
গত ১০ নভেম্বর মঙ্গলবার আজিজুল হাকিম ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।
ঠিকানা/এনআই