ঠিকানা অনলাইন : করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে শীর্ষ তিন দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনার বিস্ফোরণে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল অঙ্গনেও পড়েছে করোনার হানা।
এবার প্রাণঘাতী করোনার হাত থেকে রেহাই পেলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এ ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গত ২৫ অক্টোবর (রবিবার) রোনালদিনহো নিজের করোনায় আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন। বর্তমানে তিনি ব্রাজিলের বেলো হরিজোন্তেতে নিজেকে সেলফ আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমার মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু আমার করোনা টেস্টে ফল পজিটিভ এসেছে।’
ঠিকানা/এমআরএম